টানা ২৬ দিন অনশনের পর অবশেষে আজ দুপুর একটায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী ডাকে সাড়া দিয়েছেন শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে সমস্যা না মেটা পর্যন্ত অনশন-ধর্না জারি থাকবে বলেও আন্দোলনকারীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

আজ বৈঠকের আপডেট পেতে নিউজটি রিফ্রেস করতে থাকুন- এখানেই পেয়ে যাবেন আজকের আপডেট-

এই মুুুুুুহূর্তে ৪ জনের একটি  প্রতিনিধি দল বৈঠকে।

time: 5 p.m. 
ভিতরে আলোচনা,বাইরে হাজার-হাজার পার্শ্বশিক্ষক-শিক্ষিকার ভীড়। এখনো মেলেনি সমাধান সূত্র। 

5:20 আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠনের প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে হয়েছে। শিক্ষা মন্ত্রী বলেছেন "কিছুটা সময় দিন তার পর না হয় আবার আন্দোলনে যাবেন।"

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেছেন-"আলোচনা খুব ভালো হয়েছে। সদর্থক আলোচনা।'' 

জানাগেছে বেতন কাঠামোতে সায় রয়েছে সরকারের। তবে এরজন্য সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী।

সূত্রের খবর- আন্দোলন কারী এবং অনশনকারীদের সাথে কথা বলে সাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করে নেবে ঐক্যমঞ্চ।

সরকার যেহেতু সময় চেয়েছে, তাই সরকার নির্ধারিত সময়কালের মধ্যে বেতন কাঠামো সহ বিভিন্ন দাবীদাওয়া মানা না হলে পুনরায় আন্দোলনে নামতে পারে ঐক্য মঞ্চ।

তবে স্টেয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে কিছুক্ষণের মধ্যেই।

বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন। www.facebook.com/sangbadekalavya

হাইকোর্টে জয় পার্শ্বশিক্ষকদের-আগামীকাল ধর্ণা হচ্ছে বিকাশভবনের সামনেই

শুরু হলো সপ্তাহব্যাপী পার্শ্বশিক্ষক আন্দোলন-প্রথমদিনেই রেকর্ড জমায়েত 

"শিক্ষকদের প্রাপ্য সম্মান ও বকেয়া বেতন পাওয়া উচিত"- রাজ্যপাল

পার্শ্বশিক্ষক আন্দোলনের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে-আন্দোলন দমাতে ব্যবহার হচ্ছে জ্যামার প্রযুক্তি 


উচ্চ আদালতের রায়ে পুনরায় উজ্জীবিত  পার্শ্বশিক্ষক আন্দোলন

 পার্শ্ব শিক্ষকদের সমস্যা আমি গভীরভাবে অনুভব করি-শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

রাজ্যের বিরুদ্ধে 'PAB কেলেঙ্কারি মামলার' সম্ভাবনা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের  

 দশ বছর ধরে পার্শ্বশিক্ষকরা বঞ্চিত হয়ে আসছেন- কবি শঙ্খ ঘোষ 

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সাঁড়াশি আক্রমণ-আমরণ অনশনের ডাক 

৩০ জন পার্শ্বশিক্ষক ২১ ঘন্টা অনশন মঞ্চে- হেলদোল নেই সরকারের 

দুজন পার্শ্বশিক্ষক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি- জানুন বিস্তারিত 

আগামীকাল থেকে  স্কুল বয়কটের সিদ্ধান্ত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের 

কেন্দ্রের PAB রিপোর্ট  সামনে  আসতেই মুখ পুড়লো রাজ্যের

মৃতপ্রায় এক অনশনকারি পার্শ্বশিক্ষক- শিক্ষকের চোখের জলে ভিজছে রাজপথ