![]() |
pic source:calcuttahighcourt.gov.in |
পার্শ্বশিক্ষক আন্দোলনের জন্য বিধাননগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, যার অনুমতি না পাওয়ায় হাইকোর্টে মামলা করা হয় সংগঠনের পক্ষথেকে।
বিচারপতি দেবাংশু বসাক বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে পারবে বলে রায় দিলে রাজ্য তরিঘরি প্রধান বিচারপতির কাছে জরুরী ভিত্তিতে আবেদন জানান যাতে বিকাশভবনের সামনে পার্শ্বশিক্ষকরা আন্দোলন করতে না পারেন। রাজ্যের বক্তব্য এতে বিকাশভবনের সামনে বিশৃংখল পরিবেশ তৈরি হতে পারে। তাই ল এন্ড অর্ডারের প্রশ্নে বড়সড় সমস্যা হতে পারে বলে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়।
তাই হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব বন্ধ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দকে নিয়ে একটি বিশেষ বেঞ্চ বসানোর নির্দেশ দেন রবিবার সকাল ১১ টার সময়। যা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলেই অনেকে মনে করছেন।
আজ বিচারপতি জানান-
১। আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে।
২। ৩০০ জন বসবেন ১০০ মিটারের মধ্যে।
৩। ওয়াই চ্যানেলে সকলে বসতে পারবেন।
৪। ৭ দিনের জন্যই বসার অনুমতি।
সরকারকে জানান-
১। আপনাদের উচিৎ পরিণত ভাবে সমস্যার সমাধান কর।
২। তাদের সব দাবী ন্যায্য নাও হতে পারে।
৩। আন্দোলনকারীরাও আপনাদের কর্মচারী।
পার্শ্বশিক্ষকদের উকিল বিকাশ ভট্টাচার্য জানান- "আজকের রায় আগামীদিনে এক যুগান্তকারী দিকনির্দেশ।'
বিস্তারিত আসছে-
শিক্ষকের স্ত্রী রোলার মোছার কাজ করছেন-বিস্মিত শিক্ষিত সমাজ
১। আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে।
২। ৩০০ জন বসবেন ১০০ মিটারের মধ্যে।
৩। ওয়াই চ্যানেলে সকলে বসতে পারবেন।
৪। ৭ দিনের জন্যই বসার অনুমতি।
সরকারকে জানান-
১। আপনাদের উচিৎ পরিণত ভাবে সমস্যার সমাধান কর।
২। তাদের সব দাবী ন্যায্য নাও হতে পারে।
৩। আন্দোলনকারীরাও আপনাদের কর্মচারী।
পার্শ্বশিক্ষকদের উকিল বিকাশ ভট্টাচার্য জানান- "আজকের রায় আগামীদিনে এক যুগান্তকারী দিকনির্দেশ।'
বিস্তারিত আসছে-
শিক্ষকের স্ত্রী রোলার মোছার কাজ করছেন-বিস্মিত শিক্ষিত সমাজ
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊