para teacher fb page

পার্শ্ব শিক্ষক আন্দোলনের দ্বিতীয় দিনে(12-11-2019) প্রচুর জমায়েত ছিল লক্ষ্য করবার মতন। এদিন মঞ্চে বক্তব্য দিলেন হাইকোর্টের উকিল ঋজু ঘোষাল, আম্বিকেশ মহাপাত্র, অনাদি সাহু, অগ্নি মিত্রা পাল প্রমূখ। 

ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক সিদ্ধান্তের বদল ঘটিয়ে ঘোষণা করেছেন "কোন জেলা ওয়াড়ি ভাগ নয়। যারা বাড়ি ফিরে গেছেন তারা সবাইকে নিয়ে আগামীকাল এই অবস্থানে সামিল হন। আপনার উপস্থিতিই একমাত্র আমাদের জয় এনে দিতে পারে। আর নাহলে সারাজীবন আমাদের গোলামী করে যেতে হবে।এ লড়াই আমাদের শেষ লড়াই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাটি কামড়ে পড়ে থাকব।"

ইতিমধ্যে অভিযোগ উঠেছে অবস্থান বিক্ষোভ স্থলে জ্যামার লাগিয়ে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। যাতে ঘটনাস্থলের খবর বাইরে বেশী ছড়িয়ে না পরে। আজ একজন আন্দোলনকারী জানিয়েছেন-"ধর্ণা অবস্থান চলাকালীন পেজ বা গ্রুপে সেখানকার আপডেট যথাসময়ে দেওয়া যায়নি গতকাল, কারণ নেট কাজ করেনা, জ্যামার লাগানো থাকে। তাসত্বেও পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা এক-আধ কিমি দূরে গিয়ে আপডেট দিয়ে আবার অবস্থান সমাবেশে ফিরে আসছিলেন গতকাল। "


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update