একদিকে যতদিন না পার্শ্বশিক্ষকদের দাবী পূরণ হয় ততদিন পর্যন্ত চাইল্ড রেজিস্টারের কাজ বয়কট অন্যদিকে  আমরণ অনশনের সাথে সাথে আজ থেকে অনির্দিষ্ট দিনের জন্য স্কুল বয়কটের ডাক দিলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ।
আজ ঐক্যমঞ্চের পক্ষথেকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়ে-
১। মরণোত্তর দেহদানে সিদ্ধান্ত গ্রহন। আগামীকাল অনশনকারিরা মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র স্বাক্ষর করবেন বলে জানান ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ।
২।  আগামীকাল থেকে সমস্ত পার্শ্বশিক্ষক স্কুল বয়কট করবেন বলে জানান ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক মধুমিতা বন্দ্যোপাধ্যায়।

৩৭ জন অনশনকারী বর্তমানে অনশনে। তিনজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।


বিস্তারিত আসছে-