একেবারে খাঁটি বাঙালি হয়েই আন্তর্জাতিক মঞ্চে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ ব্যানার্জি । মঙ্গলবার স্টকহোমের কনসার্ট হলে আনুষ্ঠানিকভাবে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি, তাঁর, স্ত্রী এস্থার দুফলো ও মাইকেল ক্রেমার । একেবারে ধুতি ও পঞ্জাবিতে হাজির হয়েছিলেন অভিজিৎবাবু। স্বামীকে যোগ্য সঙ্গত দিয়ে শাড়ি পরেছিলেন ফরাসি এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি । অভিজিতৎ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দান করবেন গবেষণায়।
স্টকহোমে উপস্থিত ছিলেন অভিজিতের মা নির্মলা ব্যানার্জি, ভাই অনিরুদ্ধও। আনন্দবাজারের খবর অনুযায়ী, অভিজিৎদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে নোবেল কমিটি বলে, "গত দুই দশকে বিশ্বজুড়ে জীবনযাপনের উন্নতি হয়েছে। তবে রয়েছে বহু বাধাও। আজও বহু শিশু স্কুলছুট হয়ে যায় উন্নয়নশীল দেশগুলিতে। বহু শিশু মারা যাচ্ছে এমন রোগে যা সহজেই প্রতিকার সম্ভব। আজও বহু কৃষক জৈব সার ব্যবহার করতে পারেন না যা তাঁদের পক্ষেই লাভজনক হতে পারত।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊