![]() |
source: কোচবিহার ঐক্য মঞ্চ |
পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়াল হাইকোর্ট৷ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে আগামী ১১ নভেম্বর থেকে বিকাশভবন চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভের আবেদন মান্যতা পেল ৷ মূলত বেতন কাঠামো ও স্থায়ীকরন সহ বেশকিছু দাবি নিয়ে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের৷
এর আগেও বিকাশভবন চত্বরে তাদের অবস্থান বিক্ষোভের আবেদনে অনুমতি মেলেনি৷ এরপর গত ৩০ অক্টোবর এনিয়ে হাইকোর্টে আবেদন জানায় তারা৷ শুধু বেতন বৃদ্ধি নয়, ছুটি নিয়েও দাবি রয়েছে তাঁদের৷ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের দাবি, সিএল, পিএল-সহ মাতৃকালীন ছুটিতেও বৈষম্য রয়েছে৷
৫ জন পার্শ্বশিক্ষকের একটি টিম বিকালে সেক্রেটারির সাথে বৈঠক করেন। বৈঠকে কোন সমাধান সূত্র বের হয়নি বলে জানান আহ্বায়ক শ্রী ভগিরথ ঘোষ। অন্যদিকে প্রবল বৃষ্টিতে যখন নাজেহাল পার্শ্ব শিক্ষকরা তখন কলকাতার পুলিশ তাদের প্রতি সহানুভুতি দেখিয়ে জানান, প্রেস ক্লাবের সামনে তাদের বসবার ব্যবস্থা করে দেবেন এবং পরবর্তিতে সন্ধ্যায় তাদের বিধাননগর (সেক্টর-১) এর সামনে থেকে সরিয়ে প্রেস ক্লাবের সামনে নিয়ে যান। কিন্তু রাত বাড়লেই সেখান থেকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেন ।
অসহায় শিক্ষকরা পুলিশের দ্বিচারিতা বুঝতে না পেরে অসহায় অবস্থায় কলকাতায় ছন্নছাড়া হয়ে পড়েন। আন্দোলনও আপাতদৃষ্টিতে স্থগিত হয়ে যায়।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানান-" বেতন কাঠামো মেনে নিয়ে পূর্ণ শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দেবার দাবিতে ১১ নভেম্বর পুনরায় আন্দোলনে সামিল হতে যাচ্ছেন পার্শ্ব-শিক্ষক ঐক্য মঞ্চ।"
এবারের আন্দোলন যে বিগত দিনের ভুল সংশোধন করে এক অন্যমাত্রায় শুরু হতে যাচ্ছে তার আভাস ইতিমধ্যে সংগঠন সূত্রে পাওয়া গেছে।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানান-" বেতন কাঠামো মেনে নিয়ে পূর্ণ শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দেবার দাবিতে ১১ নভেম্বর পুনরায় আন্দোলনে সামিল হতে যাচ্ছেন পার্শ্ব-শিক্ষক ঐক্য মঞ্চ।"
এবারের আন্দোলন যে বিগত দিনের ভুল সংশোধন করে এক অন্যমাত্রায় শুরু হতে যাচ্ছে তার আভাস ইতিমধ্যে সংগঠন সূত্রে পাওয়া গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊