১৭ ই আগস্ট 'কালো দিবস' পালনের ডাক- কি হয়েছিলো এই দিন রাজ্যের পার্শ্বশিক্ষকদের!
রাজ্যের পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন- "17 ই আগস্ট 2019 পার্শ্বশিক্ষকদের জীবনে একটি কালো দিন । ঐদিন এই রাজ্য সরকারের পুলিশ নির্মমভাবে কল্যাণীর বুকে ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের উপর নৃশংস অত্যাচার নামিয়ে আনে এবং সেই দিন আন্দোলনরত পার্শ্বশিক্ষিকাদের শ্লীলতাহানি করা হয়, নির্বিচারে সকলের উপর লাঠিচার্জ করা হয় ও বহু পার্শ্বশিক্ষককে গ্রেফতার বরণ করতে হয়। পার্শ্বশিক্ষকদের আন্দোলনের ইতিহাসে এই কালো দিনটিকে স্মরণ করে প্রতিবছরের ন্যায় সকল পার্শ্বশিক্ষক- শিক্ষিকাগণ আগামী 17 ই আগস্ট 2021এ কালোব্যাজ ধারণ করে বা কালো মাস্ক পরে প্রতিবাদ জানিয়ে "কালো দিবস" হিসেবে এই দিনটিকে পালন করবে।"
কি হয়েছিলো ১৭ ই আগস্ট ২০১৯? সংবাদ একলব্য তুলে ধরেছিলো সেই ঘটনার বিবরণ, আসুন জেনে নেই ধারাবাহিক ভাবে- রইলো পুরো অগাস্ট মাসের ঘটনার পরম্পরা -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊