Latest News

6/recent/ticker-posts

Ad Code

পার্শ্বশিক্ষকদের ওপর লাঠিচার্জ, শিক্ষকদের চোখের জলে ভিজলো রাজপথ


সংবাদ একলব্য, ১৭ আগস্টঃ 
 রাতের অন্ধকারে মহিলা শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মাটিতে ফেলে নির্বিচারে লাঠি চার্জ করল পুলিশ- এমনি অভিযোগে উত্তাল কলকাতা। 

গতকাল বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিকাশ ভবন অভিযান করে।  সঠিক বেতন, পিতৃত্বকালীন ছুটি, মৃত শিক্ষকদের ছেলেমেয়েদের চাকরি ও অলচিকি ভাষায় ডিএড প্রশিক্ষণ চালু করার মতো কয়েকটি দাবি নিয়ে কয়েক হাজার পার্শ্বশিক্ষক বিকাশ ভবনের দিকে মিছিল করে এগোয়। সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট থেকে মিছিল আসায় রাস্তায় থমকে যায় গাড়ি।  

আন্দোলনকারীদের দাবি, রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল নেত্রী তাঁদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ক্ষমতায় এলে ধাপে ধাপে পার্শ্বশিক্ষকদের স্থায়ী করা করবে তৃণমূল সরকার। কিন্তু সাতবছর পেরোলেও সেই প্রতিশ্রুতি পুরণ হয়নি আজও। পাশাপাশি তাঁরা দীর্ঘদিন ধরেই স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস নিলেও বেতন কাঠামোয় বিস্তর ফারাক। ফলে বেতন বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।  কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে পার্শ্ব শিক্ষকরা বিকাশভবন অভিযানে সামিল হয়েছেন। 


৫ জন পার্শ্বশিক্ষকের একটি টিম বিকালে সেক্রেটারির সাথে বৈঠক করেছেন। বৈঠকে কোন সমাধান সূত্র বের হয়নি বলে জানান আহ্বায়ক শ্রী ভগিরথ ঘোষ। অন্যদিকে প্রবল বৃষ্টিতে যখন নাজেহাল পার্শ্ব শিক্ষকরা তখন কলকাতার পুলিশ তাদের প্রতি সহানুভুতি দেখিয়ে জানান, প্রেস ক্লাবের সামনে তাদের বসবার ব্যবস্থা করে দেবেন এবং পরবর্তিতে সন্ধ্যায় তাদের বিধাননগর (সেক্টর-১) এর সামনে থেকে সরিয়ে প্রেস ক্লাবের সামনে নিয়ে যান। কিন্তু রাত বাড়লেই সেখান থেকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেন বলে অভিযোগ।

অসহায় শিক্ষকরা পুলিশের দ্বিচারিতা বুঝতে না পেরে অসহায় অবস্থায় কলকাতায় ছন্নছাড়া হয়ে পড়েন। পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশ  শিয়ালদা স্টেশনে আশ্রয় নেন। কিন্তু এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়া দ্বারা পুনঃরায় যোগাযোগ করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্শ্বশিক্ষকদের সাথে। আজ কল্যাণী বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে শিক্ষক নেতা ভগীরথ ঘোষ আমরণ অনশনে বসবার সিদ্ধান্ত গ্রহন করেন। জাহাঙ্গীর আলম, মাসুদ হাসান সহ পার্শ্ব শিক্ষক নেতা ভগীরথ ঘোষ আজ আমরণ অনশন শুরু করেন।

কিন্তু রাতের অন্ধকারে নির্বিচারে লাঠিচার্জ করে উঠিয়ে দিলেন পুলিশ। লাঠির আঘাত থেকে বাদ যায়নি মহিলারাও।

দেখুন ভিডিও- 


লেটেস্ট আপডেট পেতে যোগদিন আমাদের ফেসবুক পেজে-
https://www.facebook.com/sangbadekalavya



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code