সংবাদ একলব্য,২ আগস্টঃ কার্যত শিক্ষক আন্দলনে জেরবার রাজ্য। সম্প্রতি উস্থিয়ান শিক্ষকদের ন্যায্য বেতনের দাবীতে কোণঠাসা হয়ে পড়েন রাজ্য। আমরণ অনশন শেষে জয় ছিনিয়ে নেন তারা। এইবার  আগামী ১৬ আগস্ট থেকে কলকাতায় আমরণ অনশনে বসতে চলেছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক। অনশনে যাতে রাজ্যের সকল পার্শ্বশিক্ষক সামিল হন, তা নিশ্চিত করতে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে প্রতিটি জেলায় বিশেষ সভা ডাকা হয়েছে। ওই সভায় উপস্থিত থাকবেন সংগঠনের অন্যতম শিক্ষক নেতা ভগিরথ ঘোষ বলে জানা গেছে। 

ঐক্য মঞ্চের দাবি, রাজ্যের প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে নানান সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত । বাড়ানো হচ্ছে না বেতন। সরকার এই সমস্যাগুলি সমাধানে বিশেষ দৃষ্টি না দেওয়ায় এবার আমরণ অনশনে বসতে চলেছেন ঐক্য মঞ্চের সদস্যরা। 

এই বিষয়ে কি বলছেন কোচবিহারের পার্শ্বশিক্ষকরা আসুন শুনে নেই-