২২শে অগাস্ট নার্সিং (ANM & GNM)-এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা, DOWNLOAD ADMIT CARD
উচ্চ মাধ্যমিক পাস করার পর মেরিট দিয়ে নার্সিং-এ পড়ার দিন শেষ। এখন West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অধীনে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেই ANM & GNM কোর্সে ভর্তি হতে পারবে প্রার্থীরা। এবছরেই ANM & GNM কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)।
রাজ্যে বিভিন্ন সরকারি নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অধীনে প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ২২শে অগাস্ট ২০২১। গত ১৫ই মার্চ ২০২১ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রচুর ছাত্র আবেদন করেছে। তাই করোনা বিধি মেনে হবে পরীক্ষা। করোনা সংক্রমণের জের দুই শিফটে হবে পরীক্ষা। প্রথম শিফট ১১ টা থেকে ১২টা ৩০ পর্যন্ত, দ্বিতীয় শিফট ২টা থেকে ৩টা ৩০ পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊