সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ 

আজ একদিকে যখন পূর্ণ শিক্ষকের মর্যদা ও সমকাজে সমবেতনের দাবিতে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে কর্মবিরতির পালন করছেন রাজ্যের শিক্ষক সমাজ। এমনকি পুলিশি তাণ্ডবের প্রতিবাদে ইতিমধ্যেই কালো ব্যাজ পরে আজ স্কুল করছেন শিক্ষকদের একাংশ৷ অপরদিকে আজ হাওড়ার সরৎ সদনে প্রশাসনিক বৈঠকে মেজাজ হারিয়ে পার্শ্বশিক্ষক ও কালো ব্যাজ পরে ক্লাস নেওয়া শিক্ষকদের বিঁধলেন মুখ্যমন্ত্রী৷ 

শিক্ষকদের ‘কালা দিবস’ পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘কথায় কথায় আন্দোলন মেনে নেব না৷ রাজ্য সরকার টাকা কোথা থেকে দেবে? কেন্দ্রকে বলুন রাজ্যকে রিজার্ভ ব্যাংক খুলে দিতে৷ আমরা রাজ্যে ধর্মঘট বন্ধ করে দিয়েছি৷ এই সব চলবে না৷’’ পার্শ্বশিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা দিচ্ছে না৷ এক বছর আগে প্যারা টিচারদের মাইনে বাড়ানো হয়েছে ৷ শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে আন্দোলন করছে ৷ কালো ব্যাজ পরে ক্লাস করছে শিক্ষকরা ৷ বাচ্চারা কী শিখবে?’’ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে গোটা রাজ্যজুড়ে চলছে শিক্ষক অসন্তোষ ৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে পর্যবেক্ষক মহল৷

বিস্তারিত শুনুন ভিডিওতে-