Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টেট লেভেল আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দিল কোচবিহারের টিম

স্টেট লেভেল আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দিল কোচবিহারের টিম

Coochbehar news


স্টেট লেভেল আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দিল কোচবিহারের টিম। আজ দুপুরে দিনহাটা রেল স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে রওনা দেয় সেই দল। জানা যাচ্ছে আগামীকাল ৭ এই ডিসেম্বর ২০২৫ পশ্চিমবঙ্গ রাজ্য আতিয়া পাতিয়া সংস্থার পরিচালনায় বাঁকুড়া জেলা আতিয়া পাতিয়া সংস্থার ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার জগদল্লা গোরাবারি মহাত্মাগান্ধী স্মৃতি বিদ্যালয় এ অনুষ্টিত হচ্ছে ২২ তম অন্তঃজেলা স্টেট লেভেল আতিয়া পাতিয়া প্রতিযোগিতা।

উক্ত প্রতিযোগিতায় কোচবিহার জেলার টিম অংশগ্রহণ করছে। উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনের নেতৃত্বে সেই টিম এদিন রওনা দেন। টিমের সদস্যরা হলো নজরুল হক, চিন্ময় রায়, সন্দীপ বর্মন, সাবির হোসেন, রনি রায়, মহেশ বর্মন, জ্যোতির্ময় রায়, সোয়েল রানা, সঞ্জিত বর্মন, কনকচন্দ্র বর্মন, শাকিল রহমান, নুর আমিন হক।

কোচবিহার জেলা আতিয়া পাতিয়া এসোসিয়েশন সেক্রেটারি অজিত চন্দ্র বর্মন জানান, আমাদের কোচবিহার জেলা থেকে মেয়েদের টিম যাওয়ার কথা থাকলেও বিশেষ কারণে যেতে পারেনি। গতবার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। জেলার বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিয়ে আজ পুরুষ দল যাচ্ছে। সবাই দিনহাটার ওকড়াবাড়ী এলাকার ফলিমারি রেল স্টেশন মাঠে খেলাধুলা করে, প্রাক্টিস করবে। ভালো ফল করবে আশাবাদী।

প্রসঙ্গত, উল্লেখ্য দিনহাটার ওকড়াবাড়ী এলাকার ফলিমারি রেল স্টেশন মাঠে প্রতিদিন বিকেলে উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা উত্তরবঙ্গের দ্রোণাচার্য অজিত চন্দ্র বর্মনের অভিভাবকত্বে খো-খো, কবাডি, আতিয়া পাতিয়া সহ একাধিক খেলার প্রাক্টিস করেন খেলোয়াড়রা। সেই মাঠ থেকে উঠে এসেছে একাধিক নামী খেলোয়াড়। বহু পুরষ্কার জিতে এসেছে এই মাঠের খেলোয়াড়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code