সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ কলকাতায় পার্শ্বশিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে আজ সারাদিন কোচবিহারে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় STEA এর ডেপুটেশন কর্মসূচি DI অফিস এ, বিকেল ৪.৩০ এ ABTA এর ডেপুটেশন DPO অফিস এ, বিকেল ৪.৩০ এ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের ডেপুটেশন কর্মসূচি DI অফিস এ পালিত হয়। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
এককথায় আজ কোচবিহার ছিল প্রতিবাদে মুখর। বহু সংখ্যক শিক্ষক-অশিক্ষক এবং সাধারণ মানুষের সমর্থনে প্রতিটি প্রতিবাদই সার্থক রূপ পায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊