Latest News

6/recent/ticker-posts

Ad Code

পার্শ্ব শিক্ষকদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে একাধিক সংগঠনের প্রতিবাদ কোচবিহারে

সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ  কলকাতায় পার্শ্বশিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে আজ সারাদিন কোচবিহারে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  বিকেল ৪ টায় STEA এর ডেপুটেশন কর্মসূচি DI অফিস এ, বিকেল ৪.৩০ এ ABTA এর ডেপুটেশন DPO অফিস এ, বিকেল ৪.৩০ এ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের ডেপুটেশন কর্মসূচি DI অফিস এ পালিত হয়।  বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। 
এককথায় আজ কোচবিহার ছিল প্রতিবাদে মুখর। বহু সংখ্যক শিক্ষক-অশিক্ষক এবং সাধারণ মানুষের সমর্থনে প্রতিটি প্রতিবাদই সার্থক রূপ পায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code