সংবাদ একলব্য, ১৬ আগস্টঃ  পার্শ্বশিক্ষকদের আন্দোলনে আবারও থমকে গেল সল্টলেক। আজ বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিকাশ ভবন অভিযান করে।  সঠিক বেতন, পিতৃত্বকালীন ছুটি, মৃত শিক্ষকদের ছেলেমেয়েদের চাকরি ও অলচিকি ভাষায় ডিএড প্রশিক্ষণ চালু করার মতো কয়েকটি দাবি নিয়ে আজ কয়েক হাজার পার্শ্বশিক্ষক বিকাশ ভবনের দিকে মিছিল করে এগোয়। সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট থেকে মিছিল আসায় রাস্তায় থমকে যায় গাড়ি। শুরু হয়েছে ব্যাপক যানজট। 

আন্দোলনকারীদের দাবি, রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল নেত্রী তাঁদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ক্ষমতায় এলে ধাপে ধাপে পার্শ্বশিক্ষকদের স্থায়ী করা করবে তৃণমূল সরকার। কিন্তু সাতবছর পেরোলেও সেই প্রতিশ্রুতি পুরণ হয়নি আজও। পাশাপাশি তাঁরা দীর্ঘদিন ধরেই স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস নিলেও বেতন কাঠামোয় বিস্তর ফারাক। ফলে বেতন বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।  কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে পার্শ্ব শিক্ষকরা বিকাশভবন অভিযানে সামিল হয়েছেন।
এইমুহূর্তে ৫ জন পার্শ্বশিক্ষকের একটি টিম সেক্রেটারির সাথে বৈঠক করছেন। বৈঠকের পর সিদ্ধান্ত হবে আন্দোলন কোন পথে এগোবে। 

আপডেট পেতে যোগদিন আমাদের ফেসবুক পেজে-
https://www.facebook.com/sangbadekalavya

whatsapp group এ যুক্ত হতে ক্লিক করিন নিচের লিঙ্কে-

https://chat.whatsapp.com/If4XjOA2oAMF7TgcXgDJ3M