Latest News

6/recent/ticker-posts

Ad Code

পার্শ্ব শিক্ষিকাদের শ্লিলতাহানী ও পুলিশি মারের প্রতিবাদে ক্লাস বয়কট, রাজ্যজুড়ে ধিক্কার

সংবাদ একলব্য, ১৮ আগস্টঃ পার্শ্বশিক্ষকদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় অনশনমঞ্চের আলো নিভিয়ে শিক্ষিকাদের পোশাক ছিঁড়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ৷ করা হয়েছে শ্লীলতাহানী৷ পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগে সোমবার কর্মবিরতির ডাক পার্শ্বশিক্ষকদের৷ গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ শিক্ষা মহলে৷

শনিবার কল্যাণী মেইন স্টেশন এর কাছে কল্যাণী বাস টার্মিনাল এ আমরণ অনশনে বসেন বিভিন্ন জেলার পার্শ্বশিক্ষকরা | এই অনশন চলাকালীন সন্ধ্যেবেলা পুলিশ অনশনকারীদের হটাতে তাঁদের ওপর লাঠিচার্জ করে | পুলিশ এর লাঠিচার্জ এ আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, বাদ জাননি শিক্ষিকারাও। আলো নিভিয়ে দিয়ে পুলিশ লাঠি চার্জ করেছে। জাতীয় পতাকাও ছিড়ে দিয়েছে।


অভিযোগ, কোনও মহিলা পুলিশ কর্মী না আনিয়ে শিক্ষিকাদের উপর তাণ্ডব চালানো হয়েছে৷  পুলিশি তাণ্ডবের প্রতিবাদে কল্যাণী স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষকরা৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার ক্লাস বয়কটের ডাক দেওয়া হয়েছে৷ পুলিশের দাবি, আগাম কোনও অনুমতি না নিয়ে অনশন বিক্ষোভে সামিল হয়েছিলেন পার্শ্বশিক্ষকরা৷ অনুমতি না নিয়ে জমায়েত করার অভিযোগে তাঁদের এলাকা ফাঁকা করতে নির্দেশ দেওয়া হয়৷  


আলো নিভিয়ে পুলিশি মারের প্রতিবাদে সোমবার থেকে পার্শ্বশিক্ষকরা ক্লাস বয়কট করবেন বলে ঘোষণা করেছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code