Latest News

6/recent/ticker-posts

Ad Code

'অ্যাপ্লিকেশন অফ ওয়েব বেসড টুলস ইন বায়োলজিক্যাল রিসার্চ'-কোর্সের উদ্বোধন হল শ্রীপৎ সিং কলেজের

'অ্যাপ্লিকেশন অফ ওয়েব বেসড টুলস ইন বায়োলজিক্যাল রিসার্চ'-কোর্সের উদ্বোধন হল শ্রীপৎ সিং কলেজের 

Sripat Singh College

নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: 

আজ ৩১ শে অক্টোবর ২০২৫ শ্রীপৎ সিং কলেজ , জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ এর আণবিক জৈববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা বিভাগ - ও কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কমিটি (IQAC) আয়োজিত তৃতীয় অ্যাড অন্ কোর্স "অ্যাপ্লিকেশন অফ ওয়েব বেসড টুলস ইন বায়োলজিক্যাল রিসার্চ " এর উদ্বোধন হলো।  


৩৬ ঘণ্টার অনলাইন ও অফলাইন মোড এর এই কোর্স উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার এবং বক্তব্য রাখেন IQAC কোঅর্ডিনেটর ড. সাগর সিমলান্ডি , বারসার ড. হিমাদ্রী গুহ ঠাকুরতা, রসায়ন বিভাগ এর প্রধান ড. রাজা ঘোষ , বাংলা বিভাগ এর প্রধান ড. দেবযানী ভৌমিক। বিভাগের প্রধান ড. দেবযানী মন্ডল এবং ড. অভিষেক বসু ক্লাস এর সূচনা করেন এবং আজকে এই বায়োইনফরম্যাটিকস কোর্স এর বিভিন্ন বিষয় এর ব্যাপারে সাধারণ ভাবে আলোচনা করেন। 

উপস্থিত ছিলেন বিভাগ এর অধ্যাপিকা মানালি বিশ্বাস । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. বিভাস ভট্টাচার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code