কোচবিহার জেলার ব্লক ভিত্তিক সভাপতির নাম ঘোষণা তৃণমূলের




রাজ্য থেকে জেলা স্তর থেকে ব্লক স্তরে সংঘটনকে ঢেলে সাজালো তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার ক্ষেত্রেও বিরাট রদবদল দেখা গেল। জেলা সভাপতির দায়িত্ব থেকে পার্থ প্রতিমকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয়েছে গিরিন্দ্রনাথ বর্মনকে।


কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান হলেন দিনহাটার বর্ষীয়ান রাজনৈতিক নেতা উদইয়ন গুহ। এদিকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন গিরীন্দ্রনাথ বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন পার্থ প্রতিম রায়। পার্থ-র সেই পদে বসলেন গিরীন্দ্রনাথ বর্মন। এদিকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি করা হয়েছে কমলেশ অধিকারীকে। অন্যদিকে বাদ রাখেননি পার্থকেও। পদোন্নতি হয়েছে পার্থ প্রতিম রায়ের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন পার্থ প্রতিম রায়।


ব্লক স্তরেও রদবদল। একাধিক ব্লকে নতুন মানুষকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনহাটা টাউনের সভাপতি হলেন অসীম নন্দী।

হলদিবাড়ি টাউনের সভাপতি পুরবী অধিকারী।

তুফানগঞ্জ টাউনের সভাপতি শিবা প্রসাদ পাল।

কোচবিহার টাউনের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

মাথাভাঙা টাউনের সভাপতি বিশ্বজিৎ রায়।

মেখলিগঞ্জ টাউনের সভাপতি বিশ্বপদ ঘোষ।

দিনহাটা ১ নং ব্লক সভাপতি সঞ্জয় বর্মন।

তফানগঞ্জ ১ নং ব্লক সভাপতি জগদীশ বর্মন।

মাথাভাঙা ২ নং ব্লকের সভাপতি প্রদীপ রঞ্জন রায়।