মাত্র একদিনের ব্যবধানে কলকাতায় আরও একজন চিকিৎসকের মৃত্যু হল। তিনি কলকাতার বেল ভিউ হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডঃ শিশির মন্ডল। এই চিকিৎসক গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে ৬৯ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু হয়। করোনার সংক্রমন আটকাতে চিকিৎসকদের রোগী দেখার ওপর বিধিনিষেধ আরোপ হলেও তিনি রোগীদের কথা ভেবে
করোনা ভাইরাসের মৃদু লক্ষণ কিম্বা কোভিড ১৯ -র প্রাক উপসর্গ আছে যাদের তাদের হোম আইসোলেশনে থাকার অনুমতি দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। এই নয়া নির্দেশিকায় কনটেইনমেন্ট পর্বের জন্য বিশেষ কিছু গাইডলাইন দিল স্বাস্থ্যমন্ত্রক ৷ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, 'যদিও অতি অল্প লক্ষণ, অল্প লক্ষণের রোগিদের অনুরোধ করা হচ্ছে তাদের সেলফ
আজ সকাল থেকেই ভেটাগুড়ি এবং বাসন্তীর হাট এলাকার বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার কাজ চলছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন, দিনহাটা মহকুমা কমিটির উদ্যোগে। প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সাহায্য ও সহযােগিতায় দিনহাটার প্রত্যন্ত অঞ্চলের করােনা মহামারীতে দুর্গত এবং দুস্ত পরিবারের কাছে খাদ্য এবং নিত্য প্রয়ােজনীয় সামগ্রী পোঁছে
দশ হাজার ছোট দোকানের সাথে গাঁটছড়া Paytm এর লকডাউনে আয়মাজন, ফ্লিপকার্ট বা ফেসবুক-জিওমর্টের গাঁটছড়া ই-কমার্স এর গুরুত্ব বাড়িয়েছে। এবার ই-কমার্সের বৃদ্ধিতে নতুন পদক্ষেপ নিল Paytm। নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌছে দিতে প্রায় দশহাজার স্থানীয় ও ছোটো দোকানের সাথে গাঁটছড়া বাঁধল Paytm। লকডাউনের জেরে ক্ষুদ্র দোকানগুলি বন্ধ। কর্মচারী না থাকায় রীতিমতো
করোনার দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। এর দাপট কবে থামবে তা কেউই জানে না। এরই মাঝেই উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। করোনার প্রভাব কাটুক বা নাই কাটুক আরও এক মহা বিপদের সম্মুখীন হতে চলেছে দক্ষিন এশিয়ার দেশগুলো। এর থেকে বাদ যাবে না ভারতও। জানা গিয়েছে বৃহদাকারের পঙ্গপাল হামলা চালাতে পারে
করোনার সাথে যুদ্ধে প্রথম থেকেই সদর্থক ভূমিকা পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর সাথে মিলে করোনা মোকাবিলার পথ দেখানোর চেষ্টায় ব্রতী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘ্রেবেসিয়াস বলেন, "WHO ইবোলা ভ্যাকসিনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরা COVID19 এর জন্যও একই
করোনা মহামারির প্রকোপে সারা দেশে চলছে লক ডাউন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে সেইভাবে কিছু কথা বলার সুযোগ পাননি। এরপর, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "কেবল খরচ বেড়েই চলেছে, অথচ রাজ্য সরকারের কোনও উপার্জন নেই। সব কিছু বন্ধ হয়ে পড়ে আছে। এটি শুধু লকডাউন নয়, রাজ্য সরকারের উপার্জনের ক্ষেত্রেও পুরোপুরি লকডাউন। এই পরিস্থিতিতে কীভাবে COVID- 19 এর ক্ষেত্রে অর্থ ব্যয় করবো?
Now farmers will be able to sell crops from mobile, Government launched 'Kisan Rath' app লকডাউন চলাকালীন, কৃষকরা কৃষিকাজ করার অনুমতি পেয়েছে, তবে ফসল বিক্রি নিয়ে উদ্বেগের শেষ ছিল না। কেন্দ্র সরকার কৃষকদের এই চিন্তা থেকে মুক্তি দিতে- কৃষকদের ফসল বিক্রি করতে সহায়তা করার জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে।
দিনহাটা শহরকে করোনামুক্ত রাখতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা গ্রহন করেছেন বিধায়ক উদয়ন গুহ। বাজারে ভীর এড়াতে ভালু হয়েছে বাজার পাস। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে আজ দিনহাটা শহরের মেন রোডে চলা সমস্ত গাড়ির সেনিটাইজের ব্যবস্থা করেন বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে। বিস্তারিত ভিডিওতে-
Social Plugin