ব্যক্তিগত উদ্যোগে দ্বিতীয় দফায় ত্রাণসামগ্রী বিলি প্রধান দ্যূতকুমার রায়ের


শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার: টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান দ্যুৎকুমার রায়ের ব্যক্তিগত উদ্যোগে লকডাউনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী বিতরণ করলেন যশোডাঙ্গা এলাকায়। আজ ৮৮ জন বাসিন্দার হাতে এই চাল, ডাল, সয়াবিন তুলে দেওয়া হলো। উল্লেখ্য গত ২০ এপ্রিল ২৫০ জন দুস্থ বাসিন্দার হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন প্রধান সাহেব। 

স্থানীয় যুবক সুজন পাল বলেন প্রধান সাহেব বর্তমান লকডাউন পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। প্রধান দ্যুৎকুমার রায় বলেন "আমি আমার বুথের দুস্থ জনসাধারনের পাশে থাকতে পেরে আমি আনন্দিত এবং পরবর্তীতে আবারো আমি ত্রাণ সামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, যেন আমার বুথে কোনোরকম খাদ্যসংকট দেখা না দেয়। লকডাউন পিরিয়ডে আমার বুথ তথা টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের কোনো বুথে খাদ্যসংকট দেখা দেয়নি এবং পঞ্চায়েত সদস্যরা সবসময় পর্যবেক্ষণ করে চলছেন।"