২২ শে শ্রাবণ: 'এবং অনপেক্ষ'-এর অনন্য আয়োজন, কবিগুরুকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক: ২২ শে শ্রাবণ, ইংরাজীর ৮ ই আগস্ট ২০২৫, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করলো 'এবং অনপেক্ষ'। লীলা রায় হলে (নলিনী সভাগৃহের নিচে) আয়োজিত এই অনুষ্ঠানটি বহু গুণীজনের উপস্থিতিতে এক অন্য মাত্রা পায়।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন 'এবং অনপেক্ষ' সংকলনের সম্পাদক, কবি ও সাহিত্যিক মহিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন অপর সম্পাদিকা অন্তরা দাঁ। এরপর 'এবং অনপেক্ষ'-এর সহ সম্পাদিকা ফারহিন খাতুন আবৃত্তি পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন মজুমদার, এবং বিশেষ অতিথি ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জহর মজুমদার। অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন কবি ও নাট্যনির্দেশক সৌমিত বসু।
আলোচকদের মধ্যে ছিলেন কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল, যিনি 'রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতী' শীর্ষক বিষয়ে মূল্যবান আলোচনা করেন। অপর আলোচক কবি ও প্রাবন্ধিক নীলোৎপল গুপ্ত 'শতবর্ষে রক্তকরবী, ফিরে দেখা' বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে রবীন মজুমদারের সহধর্মিণী সুমিতা দাস মজুমদার, কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, কবি ও দূরদর্শনের সঞ্চালিকা দেবযানী আইচ, প্রাক্তন শিক্ষিকা ডঃ অরুণিমা দাশগুপ্ত সেন এবং কবি মৃণালকান্তি সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন নন্দিনী লাহা। সংগীত পরিবেশন করেন তমা সরকার ও উমা সিনহা।
অনুষ্ঠানে 'এবং অনপেক্ষ' সংকলনের সম্পাদকদ্বয় মহিবুর রহমান এবং অন্তরা দাঁ, ও সহ-সম্পাদিকা ফারহিন খাতুন-এর উপস্থিতিতে সংকলনের প্রচ্ছদ উন্মোচন করা হয়। একই সাথে কবি ও সাহিত্যিক মহিবুর রহমানের লেখা 'শুধু তোমারই জন্যে' গ্রন্থের প্রচ্ছদ উন্মোচনও করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি ও বাচিকশিল্পী কবিতা পাঠ ও আবৃত্তি করেন। বিশেষ আকর্ষণ হিসেবে রবীন মজুমদারকে 'এবং অনপেক্ষ'-এর পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয় এবং 'ডাঃ বি সি রায় মেমোরিয়াল সোসাইটি' থেকে 'ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি সম্মান -২০২৫' দেওয়া হয়।
ডাঃ জহর মজুমদার এই অনুষ্ঠানে 'এবং অনপেক্ষ'-এর সম্পাদক মহিবুর রহমান, সম্পাদিকা অন্তরা দাঁ এবং সহ-সম্পাদিকা ফারহিন খাতুনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। সম্পাদকদ্বয় মহিবুর রহমান ও অন্তরা দাঁর নেতৃত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং তা সকলের মনে এক অন্য মাত্রা এনে দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊