Latest News

6/recent/ticker-posts

Ad Code

SLST আবেদনপত্রে ভুল করেছেন? Edit Window-র সময়সীমা ঘোষনা করলো SSC

SLST আবেদনপত্রে ভুল করেছেন? Edit Window-র সময়সীমা ঘোষনা করলো SSC 


ssc slst


২০১৬-এর পর এবার ২০২৫-এ হতে চলেছে SLST। আবেদন করার সময় কি কোনো ভুল করেছেন? যদি করে থাকেন তবে তা সংশোধন করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশনের তরফে ভুল সংশোধন করার সময়সীমা বেঁধে দেয়া হল। ইতিমধ্যে শেষ হয়েছে আবেদন গ্রহন প্রক্রিয়া। এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল কবে থেকে ভুল সংশোধন করা যাবে।

নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন, তাঁদের নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি বা স্বাক্ষর আপলোড সংক্রান্ত ছোটোখাটো ভুল থাকলে ৩০শে জুলাই, ২০২৫ থেকে ৩রা আগস্ট ২০২৫ এর মধ্যে সংশোধন করতে পারবেন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।

স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রার্থীরা তাঁদের আবেদনপত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করতে পারবেন। যেগুলো সংশোধন করা যাবে-

  • নামের বানানে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

  • জন্মতারিখ ভুল দেওয়া হয়ে থাকলে তা ঠিক করা যাবে।

  • লিঙ্গ নির্বাচনে কোনো ভুল হলে তা পরিবর্তন করা যাবে।

  • যদি ছবি বা স্বাক্ষর ঝাপসা বা ভুল আপলোড হয়ে থাকে, তবে তা নতুন করে আপলোড করা যাবে।

এছাড়াও কোনো কিছু ক্ষেত্রে সংশোধন করা গেলে তা অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা তাঁদের আবেদনপত্রে ‘Edit Application’ বা সমতুল্য কোনো অপশনে ক্লিক করে ভুল গুলো সংশোধন করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশনের এই পদক্ষেপ সেই সকল প্রার্থীদের জন্য আশার আলো নিয়ে এসেছে, যাঁরা আবেদনপত্রে অনিচ্ছাকৃত ভুলের কারণে চিন্তিত ছিলেন। একটি ছোট ভুলও অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর তাই এই সংশোধনী সময়সীমা অনেক গুরুত্বপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code