লকডাউনে আয়মাজন, ফ্লিপকার্ট বা ফেসবুক-জিওমর্টের গাঁটছড়া ই-কমার্স এর গুরুত্ব বাড়িয়েছে। এবার ই-কমার্সের বৃদ্ধিতে নতুন পদক্ষেপ নিল Paytm। নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌছে দিতে প্রায় দশহাজার স্থানীয় ও ছোটো দোকানের সাথে গাঁটছড়া বাঁধল Paytm।
লকডাউনের জেরে ক্ষুদ্র দোকানগুলি বন্ধ। কর্মচারী না থাকায় রীতিমতো ধুঁকছে দোকানগুলি। গত সপ্তাহে ধরে Paytm এর লগ্নির ফলে প্রায় ১০০ টি শহরের স্থানীয় দোকানগুলোর সাথে সংযুক্তকরণ হয়েছে। এর ফলে এইসব দোকানের বিক্রি প্রায় ৫০% শতাংশ বেড়েছে।
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
পেজে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের whatsapp
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
এই মুহুর্তে Paytm Mall তাদের পণ্য পৌঁছে দেওয়ার জন্য Ecom Express, Delhivery এর মতো ক্যুরিয়ারের সাহায্য নেয়। তাদের মতে Paytm যদি স্থানীয় ক্যুরিয়ারের সাথে সংযুক্ত হতে পারে তাহলে আরো ২০০টি শহরে তারা নিজেদের পরিষেবা পৌঁছে দিতে পারবে।
আপনিও কি পেটিএমের সাহায্যে নিজের দোকানের জিনিস বিক্রি করতে চান? তবে নীচের লিঙ্কে ক্লিক করুন-
Social Plugin