Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদিনে কোচবিহারে ১৯.৭৫৩ কোটি টাকার ৬৮ টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

একদিনে কোচবিহারে ১৯.৭৫৩ কোটি টাকার ৬৮ টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী


mamata banerjee and coochbehar palace



হাওড়া থেকে ভার্চুয়ালি কোচবিহার জেলায় মোট ৬৮ টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে ১৩ টি, পূর্ত দপ্তরের অধীনে ৪ টি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে ৫১ টি প্রকল্পের কাজ হবে।


উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে যে ১৩ টি প্রকল্পের শিলান্যাস হলো আজ-
  • চৌধুরীহাট পিডব্লিউডি রোড থেকে খিতেবের কুঠি প্রাইমারি স্কুল হয়ে খিতেবের কুঠি আইবিবি রোড পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৭৫০ মিটার।
  • বড় শাক দল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথ পাত হয়ে কাশিকান্ত বর্মনের বাড়ি থেকে নরেন বর্মনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ।
  • মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের অন্তর্গত ঘোকসাডাঙ্গা বাজারে ৩২০মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পাকা ড্রেন নির্মাণ ।
  • কোচবিহার জেডি হসপিটাল এর প্রশাসনিক ভবনের পিছনদিকে ওপিডিতে আসা রোগীর আত্মীয়-স্বজনদের বসবার জন্য একটি শেড ঘর ও সাইকেল স্ট্যান্ড নির্মাণ।
  • অন্দরানফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উল্লা খাওয়া ঘাট থেকে সুশান্ত দত্তের বাড়ি পর্যন্ত একটি পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৩৩০ মিটার।
  • গিতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াদহ নদীর ওপর নির্মিত আর এস জে ব্রিজ হইতে নারায়ণ মৌজার নারায়ণগঞ্জ বিওপি পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ২৮০ মিটার ।
  • দিনহাটা দুই নং ব্লকের অন্তর্গত বীরেন বর্মনের বাড়ি হয়ে গোপাল চ্যাটার্জির বাড়ি হইতে রানিরহাট পি ডাব্লিউ ডি রাস্তা পর্যন্ত একটি পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৩৩০ মিটার।
  • ভানু কুমারি – ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেসকার বর্মনের বাড়ি হইতে বক্সিরহাট হাই স্কুল পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ।
  • উছলপুকুরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দ্রজিৎ রায়ের বাড়ি হইতে রানীরহাট জামাসিদহ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ২০০ মিটার।
  • দিনহাটা দুই নম্বর ব্লকের অন্তর্গত জোড়া দিঘি হইতে পি ডাব্লিউ ডি রোড পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৩৪০মিটার।
  • অন্দরানফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিউনিসিপ্যালিটি সীমানা থেকে রঞ্জিত দেবনাথ এর বাড়ি পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৩২০ মিটার।
  • গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াদহ নদীর উপর নির্মিত আর এস জে ব্রীজের রাইট ব্যাংকের ৩১০ মিটার হইতে পেভার ব্লকের রাস্তা নির্মাণ। মোট দৈর্ঘ্য ৩১০ মিটার ।
  • ভানুকুমারি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্কর দেবনাথের বাড়ি হইতে বকশিরহাট কলেজ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ। দৈর্ঘ্য ৩৬০ মিটার।

পূর্ত দপ্তরের অধীনে যে প্রকল্পগুলির শিলান্যাস হয়েছে-
  • কোচবিহার রাজবাড়ীর পাশে রাজবাড়ি ইকো হেরিটেজ পার্কের সংস্কার ও উন্নতি সাধন।
  • কোচবিহার হাইওয়ে ডিভিশন কর্তৃক চ্যাংড়াবান্ধা জামালদহ মাথাভাঙ্গা কোচবিহার রাস্তার ৫২ কিমি থেকে ৯৩.৪ (রাজ্য সড়ক ১৬) কিমি পর্যন্ত রাস্তার সংস্কার সাধন এবং ৭২. ৫০ কিমি তে একটি হিউম পাইপ কালভার্ট এর বিকল্পকরণ।
  • কোচবিহার হাইওয়ে ডিভিশন কর্তৃক কাকিনা রোডের উনিশ কিমিতে একটি বক্স কালভার্ট নির্মাণ এবং একটি হিউম পাইপ কালভার্টের সংস্কার সাধন।
  • কোচবিহার সাহিত্য সভার নিকটে টেম্পল স্ট্রিটে একটি নিউ ইন্টিগ্রেটেড বিল্ডিং নির্মাণ।


অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে যে ৫১ টি প্রকল্পের কাজ হবে-
কোচবিহার জেলার বিভিন্ন ব্লক গুলিতে মোট ৫১ টি ক্ষুদ্র সেচ প্রকল্প ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code