বড় খবর : Primary TET 2022 এর ফাইনাল Answer Key প্রকাশ করলো প্রাইমারি পর্ষদ
পরীক্ষা দেওয়ার ৫৮ দিনের মাথায় ফাইনাল Answer Key প্রকাশ করলো প্রাইমারি পর্ষদ। মোট চারটে প্রশ্নে ভুল হওয়ার জন্য সবাই কে পর্ষদ নাম্বার দেবে। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিলো প্রাথমিক শিক্ষক নিয়োগের TET পরীক্ষা।
জানা যাচ্ছে আগামীকাল প্রকাশিত হবে ফলাফল। তার আগেই আজ প্রকাশিত হল ফাইনাল Answer Key.
গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মডেল উত্তরপত্র প্রকাশ করে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের থেকেও মতামত নিয়েছে পর্ষদ।
খসড়া উত্তর প্রকাশের পর বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো। উত্তর চ্যালেঞ্জের ব্যবস্থাও করা হয়েছিলো পর্ষদের তরফে। আজ ফাইনাল Answer Key প্রকাশ করলো প্রাইমারি পর্ষদ ।
এই ফাইনাল Answer Key দেখেই পরীক্ষার্থীরা বুঝে যাবে কার কি ধরণের ফলাফল হতে চলেছে। জানাযাচ্ছে আগামীকাল শুক্রবার টেট ২০২২ এর ফলাফল (Primary TET Result 2022) প্রকাশিত হতে চলেছে।
ফলাফল প্রকাশিত হলে দেখতে পাবেন যে ওয়েবসাইটে-
- এই দুটি ওয়েবসাইটে।
Ami toh buji na 4 ta posno vul hoi keno
উত্তরমুছুনSabai sesbarer mto check kore nao,4 questions vul ace,jara exam clear korte parto na akhon tarao pass korbe.
উত্তরমুছুনAnswer key berkorte 4 mas lagd naki ??
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন