বাংলার বাড়ি ও NFBS প্রকল্পে কোচবিহারে ৪৯৭ জন উপভোক্তাকে প্রায় তিন কোটি টাকা তুলে দিল পুরসভা

some people on the stage



কোচবিহার,৯ ফেব্রুয়ারিঃ এক সাথে বাংলার বাড়ি এবং
National Family Benefit Scheme (NFBS) প্রকল্পে ৪৯৭ জন উপভোক্তাকে প্রায় তিন কোটি টাকা পৌঁছে দিল কোচবিহার পুরসভা।


আজ কোচবিহার পুরসভা অফিসের সামনে আনুষ্ঠানিক ভাবে ওই টাকা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান ও পুরসভার অন্যান্য কাউন্সিলাররা।


উপভোক্তাদের কাছে একাউন্টের মাধ্যেম টাকা ঢুকে গেলেও এদিন অনুষ্ঠান মঞ্চে প্রত্যেক উপভোক্তাকে একটি করে গাছের চারা দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন বাংলার বাড়ি প্রকল্পে ৪৩৮ জনকে আড়াই কোটি এবং এনএফবিএস প্রকল্পে ৫৯ জনকে ২৪ লক্ষ টাকা একাউন্টে দেওয়া হয়েছে।


পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওই দুই প্রকল্পে উপভোক্তাদের সমস্ত টাকাই পৌঁছে দেওয়া হল। কাগজপত্রের সমস্যার জন্য আরও কিছু উপভোক্তা বাদ পড়েছেন। পরবর্তীতে তাঁদের এই প্রকল্প গুলির সুবিধা পৌঁছে দেওয়া হবে।