Latest News

6/recent/ticker-posts

Ad Code

WTC Final: রাবাডার দাপট, WTC ফাইনালের প্রথম ইনিংসে ২১২-তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া

WTC Final: রাবাডার দাপট, WTC ফাইনালের প্রথম ইনিংসে ২১২-তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া 

wtc Final


ক্রিকেটের আবাসস্থল লর্ডসে বসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্যদিকে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন। বুধবার বিকাল ৩টা থেকে শুরু হয় ম্যাচ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২১২ রানে। কাগিজো রাবাডার পাঁচ উইকেট চাপে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শুরু থেকেই অজি ব্যাটিং লাইন আপকে চাপে রেখেছিলেন প্রােটিয়া বোলিং লাইন আপ। ওপেনিংয়ে নামা খাওয়াজা খালি হাতে ফেরেন। মাত্র ১৭ রান করে ফেরেন লাবুসান। ক্যামেরন গ্রিন দীর্ঘদিন পরে টেস্ট স্কোয়াডে ফিরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। কিন্তু মাত্র ৪ রানের বেশি বোর্ডে তুলতে পারেননি। স্মিথ কিছুটা চেষ্টা করলেও মার্কামের বলে ৬৬ রানে ইয়েনসেনের হাতে ধরা পড়েন। স্মিথের সঙ্গে সঙ্গ দিয়ে জুটি গড়া ওয়েবস্টার ফেরেন ৭২ রানে। লোয়ার অর্ডারে কামিন্স ও স্টার্ক দুজনকেই বোল্ড করে দেন প্রোটিয়া পেসার।

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স রাবাডার। একে একে খোয়াজা, ওয়েবস্টার, কামিন্স, স্টার্ক ও গ্রিনের উইকেট তোলেন নিজের ঝুলিতে। ১৫.৪ ওভার বল করে ৫১ রান দিয়ে এদিন ৫ উইকেট তুলে নেন একাই রাবাডা। মার্কো ইয়েনসেন ১৪ ওভারে ৪৯ রান খরচ করে ৩ উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ এবং এডেন মার্করাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code