WB HS Results 2022: পথশিশুদের জন্য কাজ করতে চাইঃ অধীশা দেবশর্মা
আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Results 2022)। উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Results 2022) প্রকাশ হতেই খুশির হাওয়া কোচবিহারের দিনহাটাজুড়ে। দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়ের (Dinhata Sonidebi Jain High School) ছাত্রী অধীশা দেব শর্মার প্রথম স্থান অধিকার করেছে। ৫০০-তে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম অধীশা।
সংবাদ একলব্যকে দেওয়া সাক্ষাতকারে অধীশা জানিয়েছে দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পড়াশুনা করত সে। আগামী দিনে কী করতে চাও? প্রশ্নের উত্তরে অধীশা জানিয়েছেন, পথ শিশুদের দেখলে তার খারাপ লাগে তাই আগামীদিনে পথ শিশুদের নিয়ে কাজ করতে চায় অধীশা।
দেখুন ভিডিও-
২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যে ওয়েবসাইটে দেখা যাবে সেগুলি হল
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊