WB HS Merit List 2022 - উচ্চমাধ্যমিক মেধা তালিকায় প্রথম স্থানে দিনহাটার মেয়ে অধিশা দেবশর্মা
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Exam Result 2022)। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ১০ জুন প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2022)। গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
আজ সকাল ১১ টায় সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Merit List 2022) আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।
উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল অধিশা দেবশর্মা দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত ৪৯৭ ।
তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।
চতুর্থ ৮ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫-
সৌম্যদীপ মন্ডল, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
কিংশুক রায়, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
প্রীতম মিদ্যা, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
অর্পিতা মন্ডল, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া
অনুষ্কা ভট্টাচার্য, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার
তিত্রি ব্যানার্জি, আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি
আনন্দরূপা ব্যানার্জি, রহিমপুর নবগ্রাম হাইস্কুল, হুগলি
নীতিশ কুমার হালদার, হুগলি ব্রাঞ্চ স্কুল
পঞ্চম ১১ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪-
চন্দ্র মন্ডল, হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন, হুগলি
দেবাঙ্ক সাহা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, উত্তর ২৪ পরগনা
সায়ন্তিকা ভুঁইয়া, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
সানা দাস, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
কোয়েল চক্রবর্তী, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া
দিৎসা সূত্রধর, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার
সোমনাথ পাল, বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন
প্রভাত দত্ত, সোনামুখি বিজে হাইস্কুল, বাঁকুড়া
কে এইচ মুসাইত নওয়াজ, দক্ষিণডিহি হাইস্কুল, হুগলি
অদিতি সাহানা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার
বিষ্ণু পাত্র, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া
প্রথম দশে ২৭২ জন ছাত্রছাত্রী রয়েছেন।
বিস্তারিত আসছে...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊