HS Exam Date 2023: ২০২৩ সালের ১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

HS Exam Date 2023



আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Result 2022)। কোচবিহার জেলার দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুল (Dinhata Sonidebi Jain High School) থেকে অদিশা প্রথম স্থান অধিকার করেছে। সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রথম দশের মেধাতালিকা (WB HS Merit List) ঘোষণা করেন। পাশাপাশি আগামী বছরের পরীক্ষার সূচী জানিয়ে দেন সভাপতি। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিলেন যে, আগামী বছর (HS 2023 Routine) অর্থাৎ ২০২৩ সালের ১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ।



২০২৩- উচ্চ মাধ্যমিকের সূচী-


১৪ মার্চ – প্রথম ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, উড়িয়া, পঞ্জাবি, গুজরাটি, তেলুগু)

১৬ মার্চ – দ্বিতীয় ভাষার পরীক্ষা (ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ)

১৭ মার্চ – ভোকেশনাল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন।

১৮ মার্চ – পরীক্ষা হবে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

২০ মার্চ – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপলজি, ইতিহাসের পরীক্ষা।

২১ মার্চ – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, শরীর শিক্ষা, সঙ্গীত, ভিজুয়াল আর্ট।

২২ মার্চ – কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমনারিজ অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজি।

২৩ মার্চ – ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২৪ মার্চ – ইকোনমিক্স।

২৫ মার্চ – কেমিস্ট্রি, সাংবাদিকতা ও গণসংযোগ, সংস্কৃত, ফারসি, আরবি, ফরাসি।

২৭ মার্চ – স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।



Read More: