Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS EXAM 2023: আগামী বছর উচ্চমাধ্যমিক পূর্ণাঙ্গ সিলেবাসেই? জানিয়ে দিলেন সংসদ সভাপতি

HS EXAM 2023:আগামী বছর উচ্চমাধ্যমিক পূর্ণাঙ্গ সিলেবাসেই

HS EXAM 2023



শুক্রবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠক করে সকাল ১১টায় ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি। আর সেখান থেকেই আগামী বছরের পরীক্ষার সূচী জানালেন তিনি। পাশাপাশি সিলেবাস সম্পর্কেও আপডেট দিলেন। সাংবাদিক বৈঠক থেকেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছরে ১৪ মার্চ শুরু হবে পরীক্ষা।




আগামী বছর পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, “করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।”

Read More:  HS Exam Date 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023-এর সূচী প্রকাশ, কবে থেকে পরীক্ষা? 














একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code