WB Primary Teachers: প্রাইমারি চাকরি থেকে বরখাস্ত শিক্ষিকা বিয়ের দাবীতে ধর্ণায়

WB Primary Teachers: প্রাইমারি চাকরি থেকে বরখাস্ত শিক্ষিকা বিয়ের দাবীতে ধর্ণায়


WB Primary Teachers
ছবিঃ সংগৃহীত



গতকাল কলকাতা উচ্চ আদালতের প্রাথমিক শিক্ষক (WB Primary Teacher) নিয়োগ মামলায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন 269 জন শিক্ষক শিক্ষিকা l এই নিয়ে সারা রাজ্যে তোলপাড় শুরু হয়ে গেছে । বরখাস্ত হয়া শিক্ষকদের (WB Primary Teacher) নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তৈরী হচ্ছে বিভিন্ন মিম যা সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে l

বেশির ভাগ মিমের বিষয় বস্তু বানানো হচ্ছে চাকরীথেকে বরখাস্ত হওয়া শিক্ষক শিক্ষিকাদের (WB Primary Teacher) বৈবাহিক জীবন নিয়ে যা ইতি মধ্যে ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে l

কিন্তু বাস্তবেই এরকম ঘটনা ঘটে গেল সদ্য বরখাস্ত হওয়া এক শিক্ষিকার সাথে। সূত্রের খবর কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকায় এক প্রাথমিক শিক্ষিকার সাথে কলেজের এক অতিথি অধ্যাপকের বিয়ের কথা হয়। যুবতীর দাবী ওই শিক্ষকের সাথে তাঁর সম্পর্ক আছে এবং তাঁর সাথে ফোনে যোগাযোগ রাখেন ওই শিক্ষক l


কিন্তু চাকরি চলে যাওয়ায় তাঁদের সম্পর্ক মানতে নারাজ ওই অধ্যাপক বলে দাবী করেন ওই যুবতী, তাই তিনি ওই শিক্ষকের (WB Primary Teacher) বাড়িতে বিয়ের দাবিতে ধর্ণায় বসেন l

এদিকে ওই শিক্ষক দাবী করেন তাকে ফাঁসানো হচ্ছে । শুধু ঘটক এর মাধ্যমে তার কাছে বিয়ের প্রস্তাব আসে এছাড়া কোনো সম্পর্ক তাঁদের মধ্যে নেই l তবে ওই অধ্যাপক এখন বাড়ীতে নেই বলে জানা গেছে l

Read More: 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ