Latest News

6/recent/ticker-posts

Ad Code

Love Affair: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় যুবতী

Love Affair: পাঁচ বছরের প্রেমে সফলতা দিতে ধর্ণায় যুবতী 

Love affair


বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে আবারও ধর্ণা প্রেমিকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের মাগুরমারির বাইশচালা এলাকায় । দীর্ঘ পাঁচ বছরের প্রেমকে সফল করতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে আছেন যুবতী।



জানা গেছে ধূপগুড়ির গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের গাড়িয়ালটারি এলাকার গোপাল রায়ের মেয়ে নমিতা রায়ের সাথে মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েতের বাইশচালা এলাকার যুবক কৃষ্ণপদ রায়ের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবী প্রেমিকার। 



তবে এই সম্পর্ক মানতে নারাজ ছেলের মা। তিনি এও দাবী করেন এর আগেও ওই মেয়ে তার বাড়িতে এসেছিলো কিন্তু বিয়ের বেপারে কথা হয়নি।



স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ওই যুবতী ছেলের বাড়িতে আসে এবং বিয়ের দাবীতে ধর্ণায় বসে। সেই ধর্ণা চিত্র দেখতে স্থানীয়রা উপচে পরা ভীড় জমায়। 



দেখুন ভিডিও: 




Read More: 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code