Latest News

6/recent/ticker-posts

Ad Code

University Chancellor: রাজ্যপালকে সড়িয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে, বিল পাস বিধানসভায়

University Chancellor: বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস, রাজ্যপালের অনুমোদন পেলেই হবে আইন

University Chancellor


রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রী হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য (University Chancellor), আজ এই বিল পাস হয়ে গেল বিধানসভায়। শিক্ষা সহ অন্যান্য দফতরের অধীনস্ত সব বিশ্ববিদ্যালয়ে (University Chancellor), রাজ্যপালের (Jagdeep Dhankhar) বদলে আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর প্রস্তাব আগেই সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। বিধানসভায় (West Bengal Assembly) পেশ হল রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল। সেই বিল পাস হয়ে গেল বিধানসভাতেও।



বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পেশ হয়। বিলের পক্ষে ভোট পড়েছে ১৮৩টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৪০টি। রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস হয়েছে। রাজ্যপালের কাছে এবার যাবে সেই বিল। রাজ্যপাল স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। কিন্তু রাজ্যপাল কি সায় দেবেন? রাজ্যপালকেই সড়িয়ে আচার্য পদে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে, সেই বিলে রাজ্যপাল সই করবেন তো? মন্ত্রীসভা সূত্রে খবর, রাজ্যপাল সই না করলে জারি করা হতে পারে অর্ডিন্যান্স।



যদিও, রাজ্যপালের (Jagdeep Dhankhar) বদলে আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর প্রস্তাব আসাতেই বিরোধিতায় শুধু বিরোধীরাই সরব হননি, বিরোধিতায় সরব হয়েছেন বিশিষ্টজনেরাও। রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে শনিবার বিবৃতি দিয়েছেন বিদ্বজ্জনেদের একাংশও। মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নয়, তাঁরা চাইছেন কোনও শিক্ষাবিদ আসুক আচার্য পদে।


Read More: 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code