Big Breaking: জারি হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
![]() |
STUDENTS ( FILE PICTURE) |
কেটে গেছে ছয় বছর। 6 বছর পর রাজ্যে শিক্ষক (School Teacher) নিয়োগ হতে চলেছে আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। নিয়োগ দুর্নীতি তদন্তের মধ্যেই ফের রাজ্যের মাধ্যমিক (Madhyamik) উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরে শিক্ষক নিয়োগ (Teacher's Recruitment) হতে চলেছে দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি জানালো স্কুল সার্ভিস কমিশন (SSC)।
নবম-দশম (IX-X) অর্থাৎ মাধ্যমিক স্তরে এবং একাদশ ও দ্বাদশ (XI-XII) তথা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ হতে চলেছে কত শূন্য পদ (Vacancy), পরীক্ষার তারিখ (Exam date) যাবতীয় তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister of WB) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলার পরেই এসএসসি কর্তৃপক্ষকে নিয়োগের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister of WB) ব্রাত্য বসু (Bratya Basu)।
শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক (School Teacher) নিয়োগ নয়, হবে প্রধান শিক্ষক নিয়োগও (Head Master Recruitment) । বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত 2016 সালের পর দীর্ঘ 6 বছর পর ফের জারি হতে চলেছে স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকভাবে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ও প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের (High Court) সমালোচনার মুখোমুখি হতে হয়েছে রাজ্যকে। এর মাঝেই এবার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে শূন্যপদ, পরীক্ষার তারিখ ও অন্যান্য যাবতীয় তথ্য বিশদে জানানো হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই খুশি হওয়া শিক্ষক পদপ্রার্থী পরীক্ষার্থীদের মনে। আরও পড়ুনঃ Breaking: শিক্ষক নিয়োগে ফের এক বড় খবর! শিক্ষক নিয়োগে বাড়ছে অতিরিক্ত ৫২৬১ শূন্যপদ, ঘোষনা শিক্ষামন্ত্রীর
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊