বেসরকারি স্কুলের ফি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি হাইকোর্টের

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ সমস্ত স্কুল কলেজ। বেসরকারি স্কুল গুলি লক ডাউনে বেশ চাপে পড়েছে। বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে একটি মামলার শুনানি চলছিল হাইকোর্টে। ৩১ জুলাই পর্যন্ত বাকি থাকা ফি আগামী ১৫ অগস্টের মধ্যে অভিভাবকদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, রাজ্যের ১১২টি বেসরকারি স্কুলকে পরবর্তী

মিড-ডে-মিল এর মেনু পরিবর্তন, এবারে বিশেষ নজরদারি দেবে জেলা প্রশাসন

অতিমারী COVID19 এর কঠিন পরিস্থিতে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সরকারী নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ আছে। মেয়াদ বাড়তে পারে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এইরূপ পরিস্থিতিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা যাতে মিড ডে মিলের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হয় সেই

মাধ্যমিক খাতা রিভিউ কবে থেকে কীভাবে করা যাবে জেনে নিন

করোনা আবহের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও করোনার জেরেই ফল প্রকাশ অনেকটা দেরিতে হয়েছে মাধ্যমিকের। আজ থেকে অনেক বিদ্যালয়েই শুরু হয়েছে মার্কশিট, সার্টিফিকেট দেওয়া। তবে অন্যান্যবারের মতন ছাত্রছাত্রীদের হাতে মার্কশীট তুলে দেওয়া হয়নি এবার। অভিভাবকেরাই নিয়েছে মার্কশিট। পাশাপাশি, যেসব পরীক্ষার্থী তাঁদের ফলে সন্তুষ্ট নয় তাঁরা প্রতি বছরের মতো এবারের

হেলমেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি BIS এর

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) 2018 সালে একটি regulation জারি করেছিল যার ফলে বাইকের হেলমেটের ওজন কমে গিয়ে ১.২ কেজি হয়ে যায়। এটি চালকদের জন্য আরও বেশি ব্যবহারকারী বান্ধব করার জন্য করা হয়েছিল। তবে, এই বিজ্ঞপ্তির সবচেয়ে বড় ক্ষতিটি হ'ল এটি আমদানিকৃত, উচ্চ-মানের হেলমেটগুলির বিক্রয় বন্ধ করে দেয় কারণ তারা

সারা রাজ্যের সাথে সাথে মাতালহাট বাজারেও পালিত হল শহীদ দিবস

Home COOCHBEHAR byTech Editor- লাবলু মিয়া, দিনহাটা, ২১শে জুলাই ২০২০ঃ ১৯৯৩ সালের ২১ জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। অভিযান রুখতে তৎপর পুলিশকর্মীরা হঠাৎই গুলি চালায় মিছিলের উদ্দেশ্যে। শহীদ

করোনা যুদ্ধে জয়ী দিদি, সুস্থ হয়ে বাড়ি ফেরায় 'ভাইরাল' নাচ বোনের

করোনা যুদ্ধে জয়ী দিদি, সুস্থ হয়ে বাড়ি ফেরায় 'ভাইরাল' নাচ বোনের 2019 এ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া COVID19 আতংকেরই আর এক নাম হয়ে উঠে। সমগ্র বিশ্বজুড়ে এক অজানা আতংক গ্রাস করে। যদিও আতংক নয় সচেতনতা জরুরি বলে প্রচার হয় সরকারি, বেসরকারি মাধ্যমে। তবে যাইহোক, এই করোনা সংক্রমণ থেকে যে বা যারা

ফের কোভিড রিপোর্ট পজিটিভ কোয়েলের

ওয়েবডেস্ক, সংবাদ একলব্য ঃ কয়েক সপ্তাহ আগেই নিজেই করোনা আক্রান্তের খবর টুইটারের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পাশাপাশি জানিয়েছিলেন, বাবা, মা অর্থাৎ রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিক সহ স্বামী নিসপাল সিংও করোনায় আক্রান্ত হয়েছেন, রয়েছেন। জানা যাচ্ছে, ফের করোনা পরীক্ষা করেছেন তাঁরা। গত ১৭ তারিখ ফের একবার করোনার পরীক্ষা করা হয়। দ্বিতীয় বারেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে কোয়েলের বলে জানা গেছে সূত্রে। পাশাপাশি, দ্বিতীয়বারও নিসপাল সিং ও দীপা মল্লিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, স্বস্তির খবর রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে জানা যাচ্ছে, শরীর বেশ দুর্বল তাঁর। আপাতত হোম আইসোলেশনেই রয়েছে সবাই।

এস এস সি পরীক্ষার দাবিতে ডি আই এর কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি,শচীন পাল: ২০২১ বিধানসভা ভোটের আগে নতুন এসএসসি র মাধ্যমে নবম - দ্বাদশ শিক্ষক নিয়োগ করতে হবে, এই মর্মে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শিক্ষাদপ্তরে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ এসএলএসটি (SLST) ক্যান্ডিডেট এসোসিয়েশন। ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনের তরফে কয়েক দফা দাবী সহ স্মারকলিপি জমা দেওয়া হলো।

রাজ্যের সাথে সাথে শহীদ দিবস পালিত হলো দিনহাটার নিগমনগরেও

১৯৯৩ সালের ২১ জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। অভিযান রুখতে তৎপর পুলিশকর্মীরা হঠাৎই গুলি চালায় মিছিলের উদ্দেশ্যে। শহীদ হন ১৩ জন যুবকর্মী। তার প্রতিবাদেই দীর্ঘ ২৭ বছর ধরে

শহীদ দিবস পালনের মাঝেই প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নতুন গান

Home DISTRICT byTech Editor- মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বুথে বুথে শহীদ দিবস পালিত হল রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: একুশে ভোট, তার আগে শেষ ২১ জুলাই পালিত হল আজ। করোনা মহামারী, আমপান, বিজেপি ও বিরোধী দলগুলির সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে তৃণমূলের রণকৌশল কী হবে আজ তারই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই