SER-20, নিগমনগর, ২১ জুলাই:


১৯৯৩ সালের ২১ জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। অভিযান রুখতে তৎপর পুলিশকর্মীরা হঠাৎই গুলি চালায় মিছিলের উদ্দেশ্যে। শহীদ হন ১৩ জন যুবকর্মী। তার প্রতিবাদেই দীর্ঘ ২৭ বছর ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছরও রাজ্যজুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস। 

রাজ্যের অন্যান্য জায়গার মতো কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগরেও পালিত হল শহীদ দিবস। পতাকা উত্তোলন করে এবং শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ দিবসের সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মন। এছাড়াও দলীয় নেতা,কর্মী, সমর্থক সকলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থক মলয় সাহা, সমীর রায়, অভিজিৎ অধিকারী, প্রণব সরকার ও আরো অনেকে।