TANUMOY DEBNATH, SANGBAD EKALAVYA:
অতিমারী COVID19 এর কঠিন পরিস্থিতে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সরকারী নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ আছে। মেয়াদ বাড়তে পারে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।
এইরূপ পরিস্থিতিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা যাতে মিড ডে মিলের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হয় সেই কারনে কয়েক দফায় খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা নিয়েছে সরকারের পক্ষ থেকে।
চতুর্থ দফায় পড়ুয়াদের হাতে চাল,ডাল,আলু ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত গত ১৫জুলাই রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল আগাস্ট মাসের খাদ্য সামগ্রীতে ২কেজি চাল, ২ কেজি আলু, ২৫০গ্রাম ডাল, ১০০গ্রাম সয়াবিন ও একটি ১০টাকা মূল্যের সাবান দেওয়া হবে।
কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগাস্ট মাসের খাদ্য সামগ্রীতে এবার দেওয়া হবে ২কেজি চাল, ১ কেজি আলু, ১কেজি ছোলা, ও একটি ১০টাকা মূল্যের সাবান।
চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন ব্লকে প্রশাসনের ঢিলে মনোভাবের জন্য কিছু বিদ্যালয়ে সময় মত খাদ্য সামগ্রী সময়মত বন্টন করা হয়নি। পঞ্চম দফায় বিশেষ নজরদারি দেবে জেলা প্রশাসন যেন এরকম কোন ঘটনা না ঘটে। শিক্ষার্থীরা সঠিক সময়ে মিড ডে মিলের খাদ্য সামগ্রী যেন সময় মত হাতে পায় সেদিকে খেয়াল রাখতে এখনই নির্দেশিকা পাঠিয়েছে জেলা প্রশাসনের মিড ডে মিল বিভাগে শিক্ষা দপ্তর থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊