সারা রাজ্যের সাথে সাথে মাতালহাট বাজারেও পালিত হল শহীদ দিবস
লাবলু মিয়া, দিনহাটা, ২১শে জুলাই ২০২০ঃ ১৯৯৩ সালের ২১ জুলাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। অভিযান রুখতে তৎপর পুলিশকর্মীরা হঠাৎই গুলি চালায় মিছিলের উদ্দেশ্যে। শহীদ হন ১৩ জন যুবকর্মী। তার প্রতিবাদেই দীর্ঘ ২৭ বছর ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছরও রাজ্যজুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস।
রাজ্যের অন্যান্য জায়গার মতো কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট বাজারে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালিত হল শহীদ দিবস। পতাকা উত্তোলন করে এবং শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ দিবসের কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রহমান। এছাড়াও দলীয় নেতা,কর্মী, সমর্থক সকলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপস্থিত ছিলেন দিনহাটা ১ নং ব্লকের সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি মোস্তাফা খন্দকার, মাতাল হাট অঞ্চলের প্রধান কামিনী রায়, বিধান সভা কমিটির সদস্য ও অঞ্চল অবজার্ভার মনোরঞ্জন সরকার, অঞ্চল ডেপুটি অবজার্ভার আজিজার রহমান, জোনাল কমিটির সদস্য বিশ্বরঞ্জন রায়, সুভাষ রায় ও আরো অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊