মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বুথে বুথে শহীদ দিবস পালিত হল 


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: একুশে ভোট, তার আগে শেষ ২১ জুলাই পালিত হল আজ। করোনা মহামারী, আমপান, বিজেপি ও বিরোধী দলগুলির সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে তৃণমূলের রণকৌশল কী হবে আজ তারই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নকে জনতার দরবারে নিয়ে যাওয়ার নির্দেশ দলীয় কর্মীদের দেবেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে ঐতিহাসিক ২১ জুলাই এবার আক্ষরিক অর্থেই ঐতিহাসিক, কারণ এই প্রথম জনসমাবেশহীন পালিত হল শহিদ স্মরণ দিবস।

করোনা পরিস্থিতির জেরে এবার সভা হল ভার্চুয়াল। তবে তৃণমূল শিবিরের স্পষ্ট বক্তব্য, ভার্চুয়াল সভা কোনওভাবেই বিজেপির অনুকরণে নয়।‌ নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই দিনটি পালন করলো রাজ্যের শাসক দল। তার রূপরেখাও তৈরি করে দিয়েছিলেন নেত্রী।  রাজ্যের সব বুথে ১-২টা পর্যন্ত শহিদ বেদি করে শ্রদ্ধা নিবেদন করা হল। দুপুর দুটোর সময় কালীঘাট থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। 



প্রতিবছর ২১ জুলাই বেদনার স্মৃতি বহন করে আনে। তাদের দাবি গণতন্ত্র রক্ষায় বামফ্রন্ট সরকারের বর্বরোচিত আক্রমণে ১৯৯৩ সালের ২১ জুলাই ১৩ জন শহিদ হন। তাই এই দিনটি যেমন দুঃখের, তেমনই শহিদের বীরত্ব ও সাহসিকতার কথা মনে রাখার দিন। শহিদ দিবস স্মরণ করা হল তৃণমূল কংগ্রেসের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট থেকে লাইভের মাধ্যমে। শহিদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। 

এই কর্মসূচির প্রাক্কালে প্রকাশিত হয় মমতার লেখা গান, ‘যৌবন জাগো নতুন ভোরে।’ ২১ জুলাইয়ে তৃণমূলের কর্মসূচির বার্তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে দলকে আরও শক্তিশালী করা। পাশাপাশি জোড়া বিপর্যয় সামলে বাংলাকে পুনর্গঠনের কাজ করছে সরকার। ‌সে ব্যাপারেও সভা থেকে দলকে নেত্রী দিশা দিলেন বলে জানান কর্মীরা। তাছাড়া প্রতিদিনই বিজেপির তরফে বাংলাকে অপমান ও কুৎসার জবাব তিনি দিলেন বলে জানা গিয়েছে। 


নেত্রীর বক্তব্য বুথে বুথে পৌঁছেছে দিতে বিভিন্ন জায়গায়  টিভি, মনিটরের ব্যবস্থা করেছে বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস । রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও বালিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বালিয়া পঞ্চায়েত অফিসের সামনে, খড়সা, বাতুর, চন্দ্রসিংহবাটী, ধামালিপাড়া, মণ্ডলপুর, শেখপাড়া, ফকিরপাড়া তে শহীদ দিবস পালিত হল মহা সমারোহে। 

সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ ও অঞ্চল সভাপতি এবং অঞ্চল যুব তৃণমূল নেতৃত্ব। শহীদ দিবস উপলক্ষে বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ  বলেন, 'প্রতিবছর ২১ জুলাই বেদনার স্মৃতি বহন করে আনে। গণতন্ত্র রক্ষায় বামফ্রন্ট সরকারের বর্বরোচিত আক্রমণে ১৯৯৩ সালের ২১ জুলাই ১৩ জন শহিদ হন। তাই এই দিনটি যেমন দুঃখের, তেমনই শহিদের বীরত্ব ও সাহসিকতার কথা মনে রাখার দিন।'