Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেসরকারি স্কুলের ফি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি হাইকোর্টের

বেসরকারি স্কুলের ফি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি হাইকোর্টের 
  • ৩১ জুলাই পর্যন্ত বাকি থাকা ফি আগামী ১৫ অগস্টের মধ্যে অভিভাবকদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
  • বকেয়া স্কুল ফি ৮০% পর্যন্ত মিটিয়ে দিতে হবে। 
  • কোনও ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা অনলাইন পরীক্ষা থেকে বাদ দিতে পারবে না স্কুল 



WEBDESK: 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ সমস্ত স্কুল কলেজ। বেসরকারি স্কুল গুলি লক ডাউনে বেশ চাপে পড়েছে। বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে একটি মামলার শুনানি চলছিল হাইকোর্টে। ৩১ জুলাই পর্যন্ত বাকি থাকা ফি আগামী ১৫ অগস্টের মধ্যে অভিভাবকদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, রাজ্যের ১১২টি বেসরকারি স্কুলকে পরবর্তী শুনানির আগে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছে আদালত।

১৫ অগাস্ট পর্যন্ত কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে, ১১২ স্কুলের কোনও ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা অনলাইন পরীক্ষা থেকে বাদ দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। কাউকে বের করে দিলেও তাঁকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।



নির্দেশিকায় আরও বলা হয়েছে, বকেয়া স্কুল ফি ৮০% পর্যন্ত মিটিয়ে দিতে হবে। স্কুল ফের অল্প কিছু অংশ বকেয়া থেকে থাকলেও কোনও ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বাদ দেওয়া যাবে না। 

মামলার মূল আবেদন ছিল লকডাউন ও আনলক পর্বে ক্লাস পুরোপুরি বন্ধ থাকার পরেও স্কুল ফি বৃদ্ধি নিয়ে। কম্পিউটার ক্লাস, ল্যাবরেটরি, লাইট, পাখা স্কুলের না চললেও সেই ফি চাওয়া কিসের ভিত্তিতে। স্কুল গাড়ি ছিল বন্ধ, সেক্ষেত্রে সেই গাড়ি ভাড়া করোনা আবহে কীভাবে নেয় স্কুল গুলি। এত দিন ধরে এবিষয় নিয়েই বিক্ষোভ সৃষ্টি হয়। 

মূলত, কলকাতা ও শহরতলির নামকরা বেসরকারি ১১২ স্কুলের বিরুদ্ধে মামলা ঠোকে সংগঠনটি। তারপরেই সুপ্রিম কোর্ট ঘুরে মামলাটি আসে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তে সব পক্ষের হলফনামা আসার পর মামলাটি ফের শুনানি অগাস্ট মাসে দ্বিতীয় সপ্তাহের শেষে হবে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code