করোনা যুদ্ধে জয়ী দিদি, সুস্থ হয়ে বাড়ি ফেরায় 'ভাইরাল' নাচ বোনের
2019 এ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া COVID19 আতংকেরই আর এক নাম হয়ে উঠে। সমগ্র বিশ্বজুড়ে এক অজানা আতংক গ্রাস করে। যদিও আতংক নয় সচেতনতা জরুরি বলে প্রচার হয় সরকারি, বেসরকারি মাধ্যমে। তবে যাইহোক, এই করোনা সংক্রমণ থেকে যে বা যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারাই জানেন এই যুদ্ধ জয়ের অনুভূতি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে এক দিদি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরায় আনন্দে আত্মহারা বোন বাড়ির সামনে গান চালিয়ে উত্তাল নেচে দিদিকে স্বাগত জানালেন।
সেই নাচের ভিডিও(dance) ছড়িয়ে পড়েতে থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। রবিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা।
আসুন দেখে নেই সেই ভিডিও-
আসুন দেখে নেই সেই ভিডিও-
Just Loved the #SistersDuet!❤️
— Dipanshu Kabra (@ipskabra) July 19, 2020
A worthy welcome of Elder Sis, returned after defeating #CoronaVirus.
No Pandemic can reduce a nanometer of smile, of any family that cherishes such Warmth, Love & Energy. pic.twitter.com/cTkUGT8RPw
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊