Jio এর শেয়ার কিনতে উদ্যোগী হল ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ
ভারতের সব চেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর শেয়ার কিনতে এবার উদ্যোগী হলেন ফেসবুক সংস্থার কর্ণধার মার্ক জুকেরবার্গ বর্তমানে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে এই টেলিকম সংস্থার। এদেশে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যথারীতি হিমশিম কাচ্ছে রিলায়েন্স জিওকে টক্কর দিতে। সেই সংস্থারই শেয়ার কিনতে ইতিমধ্যেই মার্ক জুকেরবার্গ যোগাযোগ করেছেন মুকেশ আম্বানির সাথে।
জিওর গ্রাহকদের নিজের দিকে টানতে নতুন নতুন অফার দিচ্ছে অন্যান্য টেলিকম সংস্থা গুলি। কিন্তু জিওর গ্রহন যোগ্যতা এবং জনপ্রিয়তার কাছে হার মানছে তারা। সেই সংস্থারই ১০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট।
গত বছরের হিসেব অনুযায়ী রিলায়েন্স জিওর বাজার মূল্য ছিল প্রায় ৬৫ থেকে ৭০ বিলিয়ান মার্কিন ডলার। সেই হিসেবে ১০ শতাংশ শেয়ারের মূল্য হয় ৬.৫ থেকে ৭ বিলিয়ান মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় টাকার হিসেবে ৫০,০০০ কোটি টাকা। দুই কর্তার মধ্যে এই মালিকানা কেনার ব্যাপারে কথাবার্তা শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু করোনার জেরে লকডাউন হওয়াতে আপাতত এব্যাপারে আলোচনা বন্ধ রয়েছে।
**News Src: Bongnews24x7
Social Plugin