করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট তারকারা, বেতনের অর্ধেক দান করে দিলেন
সারা দেশে করোনা ভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন দেশের মত এই মরন ভাইরাসের সংক্রমণের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও। এই ভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই বাংলাদেশে মারা গেছে ৫ জন। এমনকি আক্রান্তের সংখ্যাও অনেক, তাদের ভালো ভাবে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পরবে।
এবার সেই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়ার জন্য এগিয়ে আসলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জন ক্রিকেটার এবং কিছু আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের ১০ ক্রিকেটার অথাৎ ২৭ জন ক্রিকেটার মিলে করোনা ভাইরাস মোকাবিলার জন্য একটি তহবিল গঠন করেছে। এই ২৭ জন ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন,মোহাম্মদ নাঈম শেখ, মাশরাফি বিন মর্তুজা, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও সাইফ হাসান।
এই তহবিলে এই ২৭ ক্রিকেটাররা তাদের এক মাসের বেতনের অর্ধেক দান করেছেন। এক সংবাদ মাধ্যম থেকে তাদের ফোন করা হলে তারা তা নিশ্চিত করেন। উদ্যোক্তাদের অন্যতম বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে নিজের স্বীকৃত পেজে লিখেছেন, ‘বেতনের ৫০ শতাংশ দিয়ে আমরা সহায়তা করছি। কর কেটে রাখার পর মোট থাকবে ২৫ লাখ টাকার কিছু বেশি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর।’ সংকটকালে এই অর্থ ক্রিকেটাররা পোঁছে দিতে চান করোনাভাইরাস প্রতিরোধের কাজে।
News Credit: Bongnews24x7
Social Plugin