Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় ট্রেনের আঘাতে মর্মান্তিক মৃত্যু মায়ের, আশঙ্কাজনক শিশু হাসপাতালে

দিনহাটায় ট্রেনের আঘাতে মর্মান্তিক মৃত্যু মায়ের, আশঙ্কাজনক শিশু হাসপাতালে

প্রান্তিক বাজার রেল দুর্ঘটনা, প্রান্তিক বাজার রেলগেট,


নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:

দিনহাটা মহকুমা এলাকার প্রান্তিক বাজার সংলগ্ন রেললাইনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর সন্তানকে, যাকে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটে (২.৩০) নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন বামনহাট থেকে কলকাতা যাওয়ার পথে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি যখন প্রান্তিক বাজার এলাকা অতিক্রম করছিল, সেই সময় বুড়িরহাট এলাকার বাসিন্দা পপি দেব নামের এক মহিলা তাঁর সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। অভিযোগ, দ্রুতগামী ট্রেনটি তাঁদের ধাক্কা মারে।

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা পপি দেবের। অন্যদিকে, আহত শিশুটিকে তড়িঘড়ি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশতই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code