Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের গরিব মানুষদের কথা ভেবে এগিয়ে এলেন 'প্রিন্স অফ ক্যালকাটা', দিচ্ছেন ৫০ লক্ষের চাল!




করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দেশ। এ রাজ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেনের একটা অংশ কোয়ারানটিন সেন্টার গড়তে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা BCCI এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

এবার রাজ্যের গরিব মানুষদের কথা ভেবে এগিয়ে এলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়। বাস্তবে 'প্রিন্সের' মতোই কাজ বটে! লকডাউন চলছে দেশজুড়ে, যা চলবে টানা ২১ দিন। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতি হবে গরিব মানুষের। তাই তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার চাল দিচ্ছেন সৌরভ ও লালবাবা চাল নামে একটি সংস্থা।

CAB- এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপ সমাজের একটা বড় অংশের মানুষকে প্রভাবিত করবে। তাঁরাও সাহায্য করতে এগিয়ে আসবেন।

করোনা-মোকাবিলায় ইতোমধ্যেই ₹২০০ কোটির তহবিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই তহবিল যে যথেষ্ট নয়, তা বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি। এমন অবস্থায় জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্য চেয়ে সকলের কাছেই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। শেয়ার করেছেন সেই সংক্রান্ত অ্যাকাউন্ট নম্বর ও যোগাযোগ তথ্য। আর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের কিছু সময় পরই হাজির ₹২৫ লাখের আর্থিক সাহায্য। প্রথম আর্থিক সাহায্য এল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB থেকে।

'মানব সভ্যতার অন্ধকারতম সময় দিয়ে যাচ্ছি আমরা। নভেল করোনাভাইরাসে বিশ্বে বহু মানুষের প্রাণ হারিয়েছেন। ক্রিকেট একতার প্রতীক। মানবতারও প্রতীক। তাই CAB-র তরফে আমরা ₹২৫ লাখ করোনা মোকাবিলায় রাজ্যের তহবিলে দান করছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এই মহামারীর মোকাবিলায় প্রশাসনের পাশে থাকা আমাদের কর্তব্য।' এক বিবৃতিতে ঘোষণা করেছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। CAB এর এই মানবিক পদক্ষেপও প্রশংসিত হচ্ছে নানাস্তরে।

প্রসঙ্গত, ২৪শে মার্চ প্রয়োজনে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার গতকাল দিলেন ৫০ লক্ষের চালও।

** News Credit: Eisamay

Ad Code