কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে উদযাপিত হল ব্রহ্মময়ী কালীপুজো
তাঁর শক্তিই এই সম্পূর্ণ সৃষ্টির মূল। তাঁর থেকেই সবকিছু উৎপন্ন হয়, আবার তাঁর মধ্যেই সবকিছু বিলীন হয়ে যায়। আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হিসেবে - সেই শক্তিরূপা ব্রহ্মময়ী কালীর পুজো সাড়ম্বরে উদযাপিত হল কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে।
তাঁর পরমার্থসঙ্গীত শুনে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। পশ্চিমে যাওয়ার আগে তাঁর আশীর্বাদ নিয়েছিলেন পরমহংস যোগানন্দ (Paramahansa Yogananda)। সেই "ভাদুড়ী মহাশয়" ( Bhaduri Mahasaya) অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধনের স্মৃতিধন্য পীঠস্থান কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে কালীপুজো উপলক্ষে ছিল নিত্য পূজা-অর্চনার সঙ্গে যজ্ঞ।
২০ অক্টোবর মঠে ব্রহ্মময়ী কালীর দর্শন এবং পুজো উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা। রাত্রে আলোর মালায় সাজানো হয় শ্রীশ্রীনগেন্দ্র মঠ। প্রদীপ ও আলোর মালায় সুসজ্জিত হয়ে ওঠে মঠ প্রাঙ্গণও।
রাত্রে কালীপুজোর আগের পর্বে ছিল পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের বিশেষ পুজো। রাত যতো বেড়েছে ততোই শ্রীশ্রীনগেন্দ্র মঠ (Shree Shree Nagendra Math)-এ জমায়েত বেড়েছে ভক্তদের। মহর্ষি নগেন্দ্রনাথের বিশেষ পুজোর পরে ছিল ব্রহ্মময়ী কালী পুজো। পুজোর শেষে ছিল ভোগ-প্রসাদ বিতরণ। রাত্রে অঞ্জলিতেও অংশ নেন অসংখ্য মানুষ।
এই আয়োজনের সামগ্রিক পরিকল্পনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল, শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস এবং নগেন্দ্র মিশনের কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য।
শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এই প্রসঙ্গে বলেন, সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে মহর্ষিদেবের ভূমিকা স্মরণে রেখেই আমরা পথ চলছি। আমরা মঠের সমস্ত ধর্মীয় আয়োজনে মহর্ষি নগেন্দ্রনাথের প্রবর্তিত পরম্পরা অনুসরণ করি। এ বছরও কালীপুজোয় অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।
মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি - আমাদের এই মঠ আসলে এক সিদ্ধ পীঠ। এখানে প্রতিদিন মা ব্রহ্মময়ী কালীর পুজো হয়। কালী পুজোতে হয় বিশেষ পুজো। পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের সাধন সিদ্ধ এই সিদ্ধ পীঠে মা ব্রহ্মময়ী কালীর পুজোতে প্রতিবছরই আসেন অসংখ্য মানুষ। নিজেদের মনস্কামনা জানান তাঁরা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊