প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য একলব্য প্রকাশনী একলব্য রেফারিড জার্নাল (ISSN 2395 - 3276) এর গবেষক গোষ্ঠীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত "একলব্য মেধা অন্বেষণ - ২০১৯" এ প্রথমবারের মতন মোট ৩৮৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। মোট ৬ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রকাশনীর কর্ণধার শ্যামল কান্তি দাস জানিয়েছেন-
  • প্রথমবারেই  যে সাড়া পাওয়া গেছে তাতে আমরা অভিভূত। পরীক্ষার ক্ষেত্রে যথাযথ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা আমরা করেছি, এমনকি মূল্যায়ণের ক্ষেত্রেও। আগামীতেও একই রকমভাবে পরীক্ষা চলবে। 
  • এবছর সময়মত সকলের হাতে বই পৌঁছে দিতে না পারায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। একলব্য মেধা অন্বেষণ ২০২০ এর ক্ষেত্রে বিগত দিনের সমস্ত ত্রুটি সংশোধনের নিরলস চেষ্টা থাকবে। 
  • ফলাফলের ক্ষেত্রে যদি কারও কোনও জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই সরাসরি প্রকাশনী দপ্তরে নির্দ্বিধায় যোগাযোগ করবেন।
  • একলব্য মেধা অন্বেষণ ২০১৯ এর ক্ষেত্রে প্রতি শ্রেণিতে আমরা  সেরা দশজনকে পুরস্কৃত করবো। সেই সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিকে এককালিন বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানের দিন এবং স্থান স্কুল গুলিতে জানিয়ে দেওয়া হবে। 
  • একলব্য মেধা অন্বেষণ ২০২০ তে অংশগ্রহণে আগ্রহী বিদ্যালয় গুলি সরাসরি প্রকাশনী দপ্তরে যোগাযোগ করতে পারেন। 
  • এবছর প্রথম দশ জনের সাথে সর্বাধিক প্রথম দশে থাকা ছাত্র ছাত্রীর নিরিখে সোনাপুর নেস্ট চিলড্রেন মডেল স্কুলকে (মোট ১২ জন)  "একলব্য গুরুকুল সম্মাননা ২০১৯" প্রদান করা হবে।

একলব্য মেধা অন্বেষণ- ২০১৯ এর ফলাফল দেখতে ক্লিক করুন-






CONTACT US 



NEXT MISSION

EKALAVYA   MERIT  EXPLORATION 2020 

আরও বিস্তৃত, আরও উন্নত, আরও বিশ্বস্ত

CALL 7602721810