বিজেপির শ্রমিক সংগঠনের মিছিল আটকাল পুলিশ!!
রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনা: পাটুলিতে বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বাবান ঘোষের নেতৃত্বে আজ মহামিছিলের আয়োজন করেছিল BJMTU. উপস্থিত ছিল বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বাবান ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিলটি শুরু হয়েছিল পাটুলি ফায়ার স্টেশনের কাছ থেকে। বাঘাযতীন এ পৌঁছানোর আগে পুলিশ মিছিলটি আটকে দেয়। মিছিল আটকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, প্রিজন ভ্যান ও ব্যারিকেড দেওয়া হয়। মিছিল থেকে কড়া ভাষায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন বাবান ঘোষ! বাবান ঘোষ বললেন মমতা ব্যানার্জির সরকার সিন্ডিকেট সরকার। শ্রমিকদের ওপর জোর জুলুম চালাচ্ছে তৃণমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। শ্রমিকদের পাওনার দাবিতে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিইউ তৃণমূল সরকারকে ২০২১ সালে উৎখাত করে ছুঁড়ে ফেলে দেবে। মিছিল ঘিরে বিজেপির শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের উন্মাদনা উপচে পড়ার মতো। এই মিছিলের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়ার গাড়িতে দুই রাজ্য সভাপতি একসাথে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊