স্কুল শিক্ষকদের জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার ও স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা যাতে নিজের পরিবারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পাশাপাশি পূর্ণ একাগ্রতার সাথে শিক্ষাদান করতে পারেন সেজন্য প্রত্যেক শিক্ষককে নিজ জেলায় পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মুখমন্ত্রীর এই ঘোষনামতোই শুরু হয়ে গিয়েছে শিক্ষকদের তালিকা তৈরির কাজ। ঠিক কতজন শিক্ষক বাড়ি থেকে কতটা দূরে পড়াতে যান সে বিষয়ের ওপর জোর দিয়েই তালিকা তৈরি হচ্ছে।

    বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, "বাড়ি থেকে বহু দূরের স্কুলে যেতে হলে অনেকটাই সময় ব্যয় হয়। তাছাড়াও পরিবারকে প্ৰয়োজনীয় সময় দিতে পারেননা অনেকেই। সেই সমস্যা সমাধানেই সরকারের এই সিদ্ধান্ত।" তিনি আরও জানান,"স্কুল কমিশনারকে বলা হয়েছে জেলা অনুযায়ী প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সাথে সাথে পড়ুয়াদের সংখ্যা সহ একটি তালিকা তৈরি করতে যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।"