দীপাঞ্জন দত্ত, দিনহাটাঃ
যুগগড়ার কারীগড় হলো ছাত্রসমাজ l সেই সমাজ এর মেরুদন্ডকে আলো দেখানোর মশাল হলো পুস্তক l SFI-50 - শিক্ষা, সংগ্রাম আত্মত্যাগে অর্ধ শতকে দাঁড়িয়ে দিনহাটা SFI-DYFI এর তরফ থেকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে প্রগতিশীল পুস্তক বিপণীর শেষ দিনে সংর্বধিত করা হয় প্রাক্তন ছাত্র - যুব আন্দোলনের শীর্ষ নেতৃত্বদের।
উপস্থিত ছিলেন নেতা কমরেড তারিণী রায়। পুষ্প স্তবক ও স্মারক দিয়ে সংবর্ধিত করেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্র - যুব নেতৃত্বরা এবং দিনহাটা কলেজ এর ছাত্র-ছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক গণ l
বিকেল পাঁচটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊